“বেঁচে গেল সব ...... মালিক ও সরকারি কর্মকর্তা”(গালি বসিয়ে পড়বেন)
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৯ জুলাই, ২০১৩, ১১:৩৫:০২ রাত
“বেঁচে গেল সব ...... মালিক ও সরকারি কর্মকর্তা”(গালি বসিয়ে পড়বেন)
লিখাটা বেশ কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিলাম......। মনে হল আপনাদেরও পড়া উচিত ।তাই দিয়ে দিলাম। কি ভুলে গেলেন না কি রানা প্লাজার কথা?
আজ পত্রিকায় এবং আগের দিন বিবিসির খবরে শুনলাম রানা প্লাজা ধ্বংসের জন্য শুধু ভবন মালিক কে দায়ী করে কারখানা মালিক কে দায় মুক্তি দিয়েছে সরকারি এবং বিজিএমইএ(BGMEA) এর তদন্ত কমিটি । আমি এর তীব্র প্রতিবাদ করছি। রানা প্লাজার ঘটনায় ভবন মালিক সহ কারখানা মালিক এবং কিছু সরকারি আমলা ও কর্মকর্তাও এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে আমি মনে করি। কেন দায়ী নিচের তথ্য গুলি দয়া করে ভাল করে পড়ুন।
“শিল্প প্রতিষ্ঠান এর জন্য কমপক্ষে ১৭ রকম লাইসেন্স লাগে”
শিল্প স্থাপনের জন্য বর্তমান মুক্ত বাজার অর্থনীতিতে বাংলাদেশে এখনও কমপক্ষে ১৭ টি লাইসেন্স লাগে। যা পৃথিবীতে একটা রেকর্ড। এই সব লাইসেন্স পেতে এমন সব ঝামেলা ও কঠোর নিয়ম নীতি মানা হয় যে তা যে কোন শিল্প উন্নত দেশেও নেই। কারখানা বা শিল্পের উৎপাদন শুরুর আগেই আপনাকে এই ১৭ টি লাইসেন্স সংগ্রহ করতে হবে। তা না হলে আপনি উৎপাদন শুরু করতে পারবেন না।
আইনের এমন কড়া কড়ি থাকলেও এই ১৭ লাইসেন্স সংগ্রহে প্রায় প্রত্যেক শিল্প প্রতিষ্ঠান দুর্নীতির আশ্রয় নেয় এবং এই লাইসেন্স প্রদান কারিরাও দুর্নীতির সাথে জড়িত। তা না হলে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি রানা প্লাজা বা তাজরিনের মত ভয়া ভয় দুর্ঘটনা ঘটার কোন সম্ভাবনা শিল্পে থকার কথা নয়।
“এবার দেখুন কি কি লাইসেন্স লাগে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপনে”
১। প্রথমে শহরে হলে ট্রেড লাইসেন্স নিতে হবে।
২। শহরের বাইরে হলে ইউনিয়ন/ থানার ট্রেড লাইসেন্স নিতে হবে।
৩। লিমিটেড কোম্পানি হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিঃ অব জয়েন্ট ষ্টক কোম্পানি হতে সার্টিফিকেট অব ইনকরপোরেশন লাইসেন্স নিতে হবে।
৪। ব্যাংকে চলতি হিসাব খুলতে হবে। আর এই জন্য ট্রেড লাইসেন্স,ইনকরপোরেশন লাইসেন্স মেমোরেন্ডাম সহ দাখিল করে ব্যাংক একাউন্ট খুলতে পারবে। যা শিল্প পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ।
৫। চেম্বার অব কমার্স হতে আর-- মেম্বার সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
৬। আয়কর বিভাগ হতে জিআইআর(GIR) সার্টিফিকেট নিতে হবে।
৭।আমদানি ও রপ্তানির জন্য সিসিআই এন্ড ই(CCI&E) হতে ইআরসি( ERC) এবং এইআরসি (IRC) লাইসেন্স সংগ্রহ করতে হবে।
৮।যে যে সেক্টরের সে সেক্টর হতে সদস্য পদ নিতে হবে। যেমন—গার্মেন্টস হলে বিজিএমইএ(BGMEA) এর সদস্য হতে হবে।
৯। উপরের কাজ গুলি সম্পাদন করার পর মেশিন বা যন্ত্র পাতি বা কাঁচামাল আমদানির জন্য ব্যাংকে এলসি(L/C) খুলতে পারবেন।
১০। এলসি(L/C) খোলার পর ডিপার্টমেন্ট অব টেক্সটাইল হতে নো অবজেকশন সার্টিফিকেট(NOC) সংগ্রহ করতে হবে।
১১। যন্ত্র পাতি স্থাপনের আগেই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ লাইসেন্স নিতে হবে।
১২। আই জন্য প্রয়োজনীয় ডিপোজিট এবং সিকুরিটি ছাড় পত্র দিতে হবে।
১৩। এক্সপোর্ট ইন্ডাস্ট্রি হলে কাস্টম অথরিটি হতে বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্স(Bonded Ware House Licence) নিতে হবে।
১৪। রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)হতে লাইসেন্স সংগ্রহ করতে হবে।
১৫। মেশিন স্থাপনের সঙ্গে সঙ্গে এর ইনস্যুরেন্স বা ফায়ার লাইসেন্স(Fire Licence) নিতে হবে। এ ছাড়া মালামাল এরও ইনস্যুরেন্স নিতে হবে।
১৬। উৎপাদনের পূর্বেই ফ্যাক্টরি অব ইন্সপেক্টর বিভাগ হতে কারখানা আইন অনুযায়ী ফ্যাক্টরি লাইসেন্স সংগ্রহ করতে হবে।
১৭। এর পর ফায়ার ডিপার্টমেন্ট হতে ফায়ার লাইসেন্স নিতে হবে।
১৮। এর পর প্রতি বছর খারখানার বার্ষিক রিপোর্ট লেবার স্টাটিক্যাল বিভাগ এর সরবরাহ কৃত ফর্মে রিপোর্ট দাখিল করতে হয়।
##পর্যালোচনাঃ১>> তাহলে দেখুন ১,২ নং নিতে হলে আপনার শিল্প প্রতিষ্ঠানের সার্বিক অবস্থান তুলে ধরতে হবে। তারা পরিদর্শন করবে। আপনার জায়গা অবস্থান কেমন। বা বিল্ডিং এর অবস্থান ইত্যাদি দেখে আপনাকে ট্রেড লাইসেন্স দিবে।
@@মন্তব্য: রানা প্লাজার ক্ষেত্রে এগুলি কে করে তাদের লাইসেন্স দিয়েছিল। তা হলে সেই সরকারি কর্মকর্তারাও দায়ি।
##পর্যালোচনাঃ২>> ৩-১৪ নম্বর পর্যন্ত লাইসেন্স এবং সার্টিফিকেট গুলি নিতে হাজারো শর্ত আছে যার মধ্যে শিল্প স্থাপনা এর সয়েল টেস্ট, বিল্ডিং কারখানা স্থাপনের জন্য ঝুঁকি মুক্ত এবং মজবুদ কি না। এরকম বিভিন্ন রিপোর্ট কারখানা মালিক কে দাখিল করতে হয়। হয় সে সব রিপোর্ট গুলি ভুয়া অথবা ঘুষ বা দুর্নীতির আশ্রয় নিয়ে সেগুলিকে জায়েজ করা হয়েছে।
@@মন্তব্য: রানা প্লাজার ক্ষেত্রে এগুলি কে দেখেছে এবং এই লাইসেন্স তাদের কে দিয়েছিল দিয়েছিল। কে তাদের ওকে সার্টিফিকেট দিয়েছিল। তা হলে ভবন মালিক সহ, কারখানা মালিক ও সেই সব সরকারি কর্মকর্তারাও দায়ী।
##পর্যালোচনাঃ৩>> ১৫ ও ১৭ নম্বর এর জন্য ইনস্যুরেন্স কোম্পানির দালাল(কর্মকর্তা) এবং ফায়ার ডিপার্টমেন্ট এর অফিসার এর রিপোর্ট কি ঘুষ দিয়ে নেওয়া হয়েছিল।
@@মন্তব্য: তাজরিন কারখানার হত্যাকাণ্ডের জন্য মালিক, ইনস্যুরেন্স কোম্পানির দালাল(কর্মকর্তা) এবং ফায়ার ডিপার্টমেন্ট এর অফিসার ও সমান ভাবে দায়ী।
সুতরাং মাদার......।। রানা একাই না এর সঙ্গে সরকারি বিভিন্ন আমলা ও প্রত্যেক শিল্প মালিক জড়িত। তাই আমি সকল (মাদার...।।) এদেরও বিচার চাই।
[এই লিখার ১-১৮ তথ্য সাহায্য নিয়েছি ব্যবস্থাপনা চিন্তা ধারা ড নুরুল ইসলাম । কমার্স পাবলিকেশন্স। পৃষ্ঠা--- ৪১৫।]
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন