প্রেয়সীকে

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৭ জুলাই, ২০১৩, ০১:৫৩:১০ দুপুর

প্রেয়সীকে

আকাশে শাদা মেঘের ভেলা

উড়ে যায় দূরান্তরে কোন অজানায়।

উদাস নয়নে চেয়ে চেয়ে দেখি

উড়ে যায় এক ঝাঁক

শাদা বক পক্ষী।

মেঘের ভেলায় করে

সদা বকের ঝাঁকের সাথে

অনেক আশা নিয়ে

পাঠিয়ে দিলাম আমার মনের

কথা মালার এক চিঠি।

জানি পাবে নাকো তুমি

আমার পাঠানো সেই চিঠি।

ব্যর্থ মেঘমালা আসবে ঘুরে

আসবে ঘুরে শাদা বকের সেই ঝাঁকটাও

যে,

ব্যর্থ হয়ে মন খারাপ করে

বলবে আমায়, পায়নি খুঁজে তোমার প্রেয়সীকে।

১.৩৪pm ৭-৭-১৩

http://www.facebook.com/golammaula.akas/posts/545934668807796

বিষয়: সাহিত্য

৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File