রমজান সম্পর্কিত কিছু কথা

লিখেছেন লিখেছেন ভ্যাকটেস মাহমুদ ০৫ জুলাই, ২০১৩, ০৪:৪৩:০৭ বিকাল

..........................................

আসসালামু আলাইকুম

রামজান সম্পর্কিত কিছু কথা

রমজান সম্পর্কে আল্লাহ বলেন-

তোমাদের উপর যেমন

আমি রোজা ফরজ করিয়াছি,

তেমনি ভাবে পূরব ভর্তি দের উপর ‍ও

রোজা ফরজ করিয়াছিলাম,

যাতে তোমরা ফরহেজ

গারিতা অর্জন করতে পারো।

আল্লাহ এতে বুঝিয়েছের যে-

১. রোজ তোমরা সঠিক ভাবে পালন

কর কারন তোমাদের উপর এটি যেমন

ফরজ করা হয়েছে তেমন তোমাদের

পূরব বর্তিদের উপর ও ফরজ

করা হয়েছে, অর্থাৎ এর গুরুত্ব

অপরিসিম।

২.

এতে আমাদরেকে সান্তনা দেয়া হয়ে

পাইয়োনা কারন তোমদের জন্য যেমন

রোজা ফরজ, তেমন তোমাদের পূরব

বর্তিদের উপর ও রোজা ফরজ

করা হয়েছে।

ফরহেজগারিতা মানে আল্লাহ

ভীতি, অর্থাৎ সব জায়গায় আল্লাহ

যা বলেছের তা মেনে চলা,লোক

দেখানো কিছু না করা।

১.আমি রাস্তায়

একটা মেয়ে দেখলাম আমি তার

দিকে তাকালাম না, আল্লাহকে ভয়

করে চোখকে হেফাজত করলাম, কোন

সুন্দরি মেয়ে তার দিকে ডাকলো,

আমি বললাম আমি আল্লাহকে ভয় করি,

তার কাছে গেলাম না।

২.কারো উপর অন্যায় ভাবে জুলুম

করলাম না, আল্লাহকে ভয় করে।

৩.রোজা রাখলাম লোক

দেখানো নয়, এবং লুকিয়ে কছু

খেলাম না আল্লাহ দেখতেছে কেউ

না দেখলেও।

৪.মাফে কম দিলাম না, কারন আল্লাহ

দেখছে তায়।

৫.কারো সম্পদ আত্বসাত করলাম না,

বেশি দামে বিক্রির লোভে গুদাম

জাত করে রাখলাম না,সুদ খেলাম

না,ঘুষ খেলাম না,........

রমজান মাস আমাদেরকে এ আল্লাহ

ভীতি শিক্ষা দিবে।

আপনি যদি কোন

ব্যাক্তিকে রমজানের

ইফতারী আপনার সাধ্যমত সরব নিম্ন

এক গ্লাস পানি খাওয়ান

তাহলে একটি কবুল হওয়া রোজার

সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন।

আপনি রোজ রাখবেন আল্লাহর সন্তুষ্টর

জন্য জন্য কিন্তু আল্লাহ বলেন

তোমরা হালাল জিনিস খেয়ে আমার

ইবাদত কর।

এখন আপনি রোজা রাখলেন ইফতার

করবেন কিন্তু যদি ইফতার

যদি হালাল না হয় তাহলে আপনার

রোজা কি কবুল হবে।

অর্থাৎ আমরা যা খাব তা হালাল

খাব।

রমজান মাসে আমরা কেউ

রোজা ভাঙ্গবো না, যদি ইচ্ছাকিত

একটা রোজা ভাঙ্গি তাহলে পরে এক

জন্য টানা ৬০ টা থাকতে হবে। আর বড়

কোন রোগ, যার

ফলে রোজা রাখলে সমস্যা হবে ও

সফররত অবস্থায় বা মুসাফির

হলে রোজা ভাঙ্গলে একটার জন্য

পরে একটা রাখলে চলবে। আর

বয়স্কদের জন্য

যরা রোজা রাখতে পারবেনা তাদের

জন্য রোজার ফিতরা দিতে হবে,

অর্থাৎ একজন গরিব লোককে রেখে ২

বেলা খাওয়ায়

রোজা রাখালে হবে।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক

ভাবে রোজার হক পালন করার

তাওফিক দান করুন আমিন।

.......................................

বিষয়: বিবিধ

১৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File