রমজান এ ইবাদত কাদের কবুল হবেনা
লিখেছেন লিখেছেন ভ্যাকটেস মাহমুদ ২৮ জুন, ২০১৩, ১১:৪৬:৪৭ রাত
............................................
আস্সালামু আলাইকুম
সামনে রমজান এ মাসে আমরা ইবাদত বেশি করি আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ বলেন কিছু কিছু লোকের ইবাদত নামায,রোজা কবুল হবেনা।
১. যে সুদ খায়। সুদ যে খায় তার নামায তার রোজা, তার ইবাদত কবুল হবেনা, যে সুদ দিল যে নিল যে সাক্ষি খাকলো, যে লিখলো, এরা সবাই সমান অপরাধী,
হাদিস হতে বর্নিত – সুদ খেলে সরবনিম্ন অপরাধ হচ্ছে নিজ মায়ের সাথে জিনা করার সমান।
২. যে মাপে কম দেয়। যে ব্যবসায়ি মাপে কম দিবে তার ইবাদত কবুল হবে না।
আল্লাহ বলেন- আমি ব্যাবসাকে করেছি হালাল।
এ ক্ষেত্রে যে মাপে কম দিবে তার ব্যবসায় হারাম ঢ়ুকে যাবে। হারাম খেয়ে আল্লাহর ইবাদত করলে সে ইবাদত কবুল হবে না।
দেখবেন রোজার মাসে কিছু ব্যবসায়ি অনেক টাকা দান করে যদি তার টাকা হালাল না হয় তা হলে কোন কাজে আসবেনা।
৩. যে গুদাম জাত করে রাখে পরে বেশি দামে বিক্রি করার জন্য।
হাদিস হতে বর্নিত – যে ৪০ দিনের বেশি গুদাম জাত করে রাখবে পরে বেশি দাম পাবে ভেবে, তার উপর লানত, তবে জাতীয় স্বার্থ হলে ভিন্ন কথা।
৪. যে অন্যায় ভাবে অন্যের জায়গা দখল করে।
আল্লাহ বলেন- যে ব্যাক্তি এক বিগত জায়গা অন্যায় ভাবে দখল করবে হাসরের ময়দানে আমি তার মাথায় পৃথিবী সমান সাতটা জমিন উঠাই দিব।
মিথ্যাচারি,চোগলখোর,মুনাফেক,আর যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে
এ ধরনের লোকের ইবাদত কবুল হবেনা দান কবুল হবে না।
আমরা আমাদের পাশে সবাইকে তা জানাই এবং আমাদের যদি এমন কোন একটা গুন থেকে থাকে তাহলে আল্লাহর কাছে মাপ ছেয়ে নিই।
আল্লাহ আমি সহ সবাইকে সাঠিক দ্বিনি পথে চলার তাওফিক দান করুন। আমিন
....................................
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন