পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ বাই সায়ান
লিখেছেন লিখেছেন বিদ্যালো১ ২৬ নভেম্বর, ২০১৩, ১০:৩৫:১০ সকাল
"পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ
মাগো তোমার ছেলেরা পরতে শিখেছে নিপুন ছদ্দ বেশ ।।
মাগো কেমন তোমার ছেলে?
ওরা ছিরেখুড়ে খায় নিজের মাকেই একলা ঘরে পেলে ।।
লক্ষ লক্ষ সূর্যসেনকে তোমার গর্ভে চ ।।
আর বাদ বাকি সব হতচ্ছাড়ারা আমাদেরই সৎ ভাই।
মাগো আজকে রাখছি বলে,
তোর পাজি ছেলেদের পুরিয়ে মারবে কোন ক্ষুদিরাম এলে ।।
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি;
মোরা একটি ফুলের হাঁসির জন্য অস্র ধরি।
...
তোর ছেলে তোকে লুটেপুটে খায় চুপিসারে তলেতলে।।
সেই শয়তানী বক্তৃতা মারে তোর পতাকার তলে, মারে তোর পতাকার তলে।
তোরে সুদিনের কথা বলে, তোর পতাকার তলে; সুদিনের কথা বলে।
রতনে রতন চিনে বারে তাই শয়তান দলে বাড়ে।
চুরিছামারির প্রতিযোগিতায় মিটার ছাড়াতে পারে।
মারে ভোগ করে মারে তোরে
পেটে গরিবের লাথি মেরে।
একে একে দলা করে মারে, ভোগ করে মারে তোরে।
আছে আরও কত গণ্ডা গণ্ডা রকমারি বাহাদুরি
নষ্টামিতে পাবিনা কোথাও তোর ছেলেদের জুড়ি, মারে নেই তোর ছেলেদের জুড়ি।
কয়লা ধুইলে ময়লা যাবেনা হাজতে রাখলে পুরে;
দুদিন বাদেই পেঁচ কষে ঠিকই বের হবে মাটি খুঁড়ে।
..."
সায়ানের এই গানটি অনেকবার শুনলাম। কোন লিঙ্ক পাচ্ছিনা শেয়ার করার জন্য। অডিও আপলোডও হচ্ছেনা।
বিষয়: বিবিধ
২১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন