প্রতিক্ষা
লিখেছেন লিখেছেন খণ্ডিত হৃদয়ের কথন ০৩ জুলাই, ২০১৪, ০২:১৩:৪০ রাত
সব তো তোমায় দিয়ে দিলাম, কি আছে আর বাকি...
প্রাণটা শুধু হাতের মুঠোয় নিয়ে নিবে নাকি?
কোন নিশিতে চাঁদের কণা পেলে তুমি হাতে...
তাই ভেবে কি জোনাকি পোকায় মনটা নিলে তুলে?
একটু খানি ভেবে দেখ পরবে তোমার মনে...
অতীত তোমায় সব ভুলিয়ে আনবে আবার কাছে।
সব চাওয়াটা করব পূরণ বলছি তোমায় শুন...
পূর্ণতার কমতি কিসে ভেবে এবার দেখ......
সব চাওয়া হয়কি পূরণ কিছু থাকে বাকি...
সে দলেরই হচ্ছ কেন জবাব দেবে নাকি?
সবাই কি আর সব কিছুতে খুব সহজে জিতে?
একটু না হয় হেরে গিয়ে চলবে তুমি সাথে।
আকাশ কুসুম কল্পনাতে ভাসছ কেন আজ...
বেলা শেষে কাল আধার করবে তোমায় গ্রাস।
চাইছ যখন যাও চলে যাও আর দেবনা বাঁধা...
বাধন তোমার ছেড়ে দিলাম আর হবে না দেখা।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন