শান্তির ছায়া তলে, ইসলামের আদর্শে।

লিখেছেন লিখেছেন খণ্ডিত হৃদয়ের কথন ০৩ জুলাই, ২০১৪, ০১:৪৯:৪৮ রাত

" একটা ছেলে গাড়ি ড্রাইভ

করছে। কিছুদুর

যাওয়ার পর সে সামনে কিছু

একটা দেখতে পেল। বলল

তুমি কে? সে বলল আমি ইসলাম। আমাকে নিয়ে নাও।

তোমার

জীবনের পথ চলাতে আমি পথ

প্রদর্শক।

ছেলেটি বলল, না। আমার

তোমাকে লাগবেনা। তারপর আবার ড্রাইভ করছে।

এবারও

কিছু

দেখল, বলল তুমি কে? সে বলল

আমি তোমার

এস.এস.সি. সার্টিফিকেট আমাকে তুলে নাও। তুমি সফলতা অর্জন করবে।

সে তাকে তুলে নিল।

আবার কিছুদুর যাওয়ার পর

কেউ তাকে বলছে,

আমি তোমার

এইচ.এস.সি সার্টিফিকেট আমাকে তুলে নাও। জীবনে সফল

হবে।

সে তাকে তুলে নিল। তারপর

আবার চলল।

চলতে চলতে পেল হায়ার

এযুকেশন। তাকেও তুলে নিল। এরপর পেল চাকরী,

প্রতিপত্তি।

জীবনে চলার পথে হঠাৎ

কে যেন এসে তার

গাড়িটা থামিয়ে দিল।

ছেলেটি বলল তুমি কে? সে বলল......আজরাইল। তোমার সময় শেষ। বল জীবনে কি অর্জন

করেছ। ছেলেটি বলল এই

তো আমার সার্টিফিকেট, আমার

প্রতিপত্তি।

আজরাইল বলল, এসবে তুমি সফল

হবে না। ছেলেটি বলল, তাহলে কিসে? সে বলল, ইসলাম।

ছেলেটি বলল,

আমি তো সেটা ফেলে এসেছি।

এখন কি করব? সে বলল, এখন

তোমার কর্মফল (শাস্তি) ভোগ কর।

টিকাঃ গাড়িটা হচ্ছে ছেলেটির জীবন। আর

পথ হচ্ছে সমাজ ব্যবস্থা। বন্ধুরা ছেলেটির

সময়

ফুড়িয়ে গিয়েছিল।

কিন্তু আমাদের হয়তো এখনও

সময় আছে। অথবা কে জানে কবে সময়

ফুড়িয়ে যাবে। আসুন তার আগে আমরা ফিরে যাই

শান্তির ছায়া তলে,

ইসলামের আদর্শে।

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File