ভাবনা ও বিষয়।
লিখেছেন লিখেছেন ধীমান ২৯ জুন, ২০১৩, ০৩:০২:১২ রাত
প্রতিটি মানুষের ভাবনার একটা আলাদা জগৎ থাকে। মানুষ সব সময় তার নিজের মত করে ভাবে। একজনের ভাবনা যখন আর দশটা মানুষের ভাবনার সাথে মিলে যায় তখন তা হয়ে দাঁড়ায় বিষয় যা মানুষকে নতুন করে ভাবিয়ে তুলে। বর্তমানে আমাদের মূল সঙ্কট হল বিষয়ের। আমরা যেন বিষয় নির্ধারণ করতে পারছিনা, যে যার মত ভেবে যাচ্ছি। তাই আমরা নিজেরা এগুতে পারছিনা, দেশ ও জাতিকেও এগিয়ে নিয়ে যেতে পারছিনা।
প্রতিটি মানুষের মধ্যেই কিছু মানবীয় দোষ থাকে। স্বজনপ্রীতি, আত্নীয়প্রীতি, দলপ্রীতি যা থেকে মানুষের বেড়িয়ে আসা সম্ভব হয় না। কিন্তু সামগ্রিক ভাল বলে একটা বিষয় আছে। কিন্তু তারও আগে ভাবতে হবে উদ্দেশ্যকে। আমাদের উদ্দেশ্য যদি সঠিকভাবে নির্ধারিত হয় এবং আমরা যদি সামগ্রিক ভাল কে বিবেচনায় রাখি তাহলে আমরা আমাদের মানবীয় দোষ গুলোর উত্তরণ ঘটাতে পারব এবং তাতেই নিহিত আছে আমাদের সর্বময় কল্যাণ।
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন