মুক্তমনা ওয়াশিকুর বাবু আসলে কী লিখতেন ফেসবুকে
লিখেছেন লিখেছেন গ্যালাক্সী ০১ এপ্রিল, ২০১৫, ০৮:৪৯:২৫ রাত
ওয়াশিকুর বাবু তার ফেসবুক প্রফাইল পিকচারে লিখেছিলেন #iamavijit. তিনি নিজেকে মুক্তমনা ভাবতেন।
আর "মুক্তমনা", "বিজ্ঞানমনস্ক", "মুক্তচিন্তক" হতে হলে "ইসলামবিদ্বেষী" না হলে আর উপায় আছে!! ওয়াশিকুর বাবুও তার ব্যতিক্রম ছিলেন না।
২৭ বছর বয়সী ওয়াশিকুর তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি ট্র্যাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার বাবার নাম টিপু সুলতান, বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে।
সামহোয়্যারইন ব্লগে ‘বোকা মানব’ নামে একটি অ্যাকাউন্ট থাকলেও তিনি মূলত লেখালেখি করতেন ফেইসবুকের কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে। যার মাধ্যমে তিনি ধর্মকে কুটূক্তি করে প্রায়ই স্ট্যাটাস দিতেন। সদালাপের পাঠকের জন্য তুলে ধরা হলো তার ফেসবুকের কিছু স্ট্যাটাস:
Click this link
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন