হিন্দুদের বেদ পুরানে কি মুহাম্মদ সা: এর কথা বলা হয়েছে ???-- পন্ডিত শ্রীযুক্ত বেদ প্রকাশ উপাধ্যায় কি বলেন
লিখেছেন লিখেছেন গ্যালাক্সী ১১ আগস্ট, ২০১৩, ০৬:৪০:৫৫ সন্ধ্যা
যে কোন ধর্ম সম্পর্কে সঠিক ও নিরপেক্ষ তথ্য তারাই দিতে পারবেন যারা সেই ধর্মটিকে পালন করেন ও তাদের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে সঠিক ধারনা রাখেন। যেমন কেউ যদি ইসলাম ধর্ম সম্পর্কে যানতে চান তবে তাকে এমন একজন ইসলামী স্কলারকে খুজে বের করতে হবে যিনি কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন ও তা মেনে চলেন।
একটি ধর্ম সম্পর্কে প্রকিত তথ্য পাওয়া যাবে তার মুল কিতাবগুলোতে।ইসলামের ক্ষেত্রে কোরাআন হচ্ছে সঠিক জ্ঞানের আধার। ঠিক তেমনি সনাতন বা হিন্দু ধর্মের ক্ষেত্রে বেদ (রিগ বেদ, সাম বেদ, যযুর বেদ, অথর্ভ বেদ )ও পুরান হচ্ছে সঠিক জ্ঞানের বাহক।
আজকে ভারতের প্রখ্যাত পন্ডিতমন্ডলীর অন্যতম প্রধান শ্রীযুক্ত বেদ প্রকাশ উপাধ্যায় (এম,এ-- সংস্কৃত বেদ) ,রিসার্চ স্কলার, প্রয়াগ বিশ্ববিদ্যালয় উপস্থাপিত কিছু তথ্য তুলে ধরব। তিনি ইসলামের সাথে সনাতন ধর্মের কিছু সাদৃশ্য তুলে ধরেছেন তার রচিত একটি বইয়ে।
শ্রীযুক্ত বেদ প্রকাশ উপাধ্যায় তার বইটি লিখাছেন হিন্দি ভাষায় আর তা বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক অসিত কুমার বন্দোপাধ্যায় (এন,এ, কাব্য ব্যাকারনতীর্থ)।বইটব
বইটি বাংলাদেশ থেকে যিনি প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তিনি হলেন সুশান্ত ভট্টাচার্য ওরফে মো:শহীদুল ইসলাম
এখন দেখা যাক শ্রদ্ধেও শ্রীযুক্ত বেদ প্রকাশ উপাধ্যায় কিভাবে তার বইয়ে সনাতন ধর্মের সাথে ইসলামের সাদৃশ্য তুলে ধরেছেন--
এখানে শ্রীযুক্ত বেদ প্রকাশ উপাধ্যায় রচিত বইটির শুধুমাত্র গুরুত্বপুর্ন অংশগুলো তুলে ধরা হল
বিষয়: বিবিধ
৮৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন