পবিত্র কোরআনের একটি বিশ্বয়কর আয়াত

লিখেছেন লিখেছেন গ্যালাক্সী ২৮ জুলাই, ২০১৩, ০৬:১৪:৫৪ সন্ধ্যা

পবিত্র কোরআন কোন সাধারন, গতানুগতিক ধর্মগ্রন্থ নয় বরং বহু ক্ষেত্রে এটি প্রামানিক এবং বিশ্বয়করও বটে।

যুগের পরিবর্তনে নতুন নতুন আবি্ষ্কার কোরআনের অনেক বানীকে নতুন করে প্রতিষ্ঠিত করছে যেন।

ঠিক তেমনই একটি আয়াতের কথা আজকে বলব। আয়াতটি হচ্ছে সুরা নিসার ৫৬ নং আয়াত। হয়ত একসময় এই আয়াতটি নিয়ে তেমন কিছু বলার ছিল না, কিন্তু বিজ্ঞানের কিছু নব আবিষ্কার আয়াতটিকে করেছে বিশ্বয়কর। দেখা যাক আয়াতটিতে কি বলেছেন আল্লাহ--

إِنَّ الَّذِينَ كَفَرُواْ بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُواْ الْعَذَابَ إِنَّ اللّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا

এতে সন্দেহ নেই যে, আমার নিদর্শন সমুহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে-পুড়ে যাবে, তখন আবার আমি তা পালটে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হেকমতের অধিকারী। [সুরা নিসা: ৫৬]

"Those who reject our signs. We shall soon cast into the fire; as often as their skins are roasted through. We shall change them for fresh skins, that they may taste the chastisement: for Allah is Exalted in Power, Wise"» (Quran 4:56)


আচ্ছা এখানে তো এমনও বলা যেত-- তাদের চামড়া, গোস্ত আর হাড্ডি জ্বলে-পুড়ে যাবে, তখন আবার আমি তা পালটে দেব। আগুনে নিক্ষেপ করার পর এটাই কি স্বাভাবিক নয়? কিন্ত এখানে আল্লাহ কেন শুধু চামড়ার কথা উল্লেখ করলেন? বিশ্বয়টা কিন্তু এখানেই।

বিজ্ঞানীরা বলছেন পেইন রিসেপ্টর আছে শুধু চামড়ায় অর্থাৎ ব্যথার অনুভুতি শুধু ছামড়াতেই অনুভুত হতে পারে। একটা মানুষের যদি চামড়া, গোস্ত আর হাড্ডিতে তাপ প্রয়োগ করা হয় তবে শুধুমাত্র চামড়াতেই তাপ অনুভুত হবে , হাড্ডি অথবা গোস্তে নয়।

আর এ কারনেই আল্লাহ উক্ত আয়াতে চামড়াকে জ্বালান ও পাল্টানোর কথা বলেছেন।



Dr.Tagata Tagasone (Head of the Department of Anatomy and Embryology at the University of Shiang Mai in Thailand.) - সৌদির রিয়াদে একটি মেডিকেল কনফারেন্সে অংশগ্রহন করেন। সেখানে তিনি কোরআনের এই আয়াত টি যানতে পারেন এবং তিনি বিশ্বিত হয়ে কোরআন নিয়ে আরো স্টাডি করেন এবং মুসলমান হয়ে যান।

অবশেষে কোরআনের ভাষায় বলতে হয়--

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ

এটা (কোরআন) তো বিশ্ববাসীর জন্যে এক উপদেশ মাত্র। [সুরা সা’দ: ৮৭]

وَلَتَعْلَمُنَّ نَبَأَهُ بَعْدَ حِينٍ

তোমরা কিছু কাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে। [সুরা সা’দ: ৮৮]

বিষয়: বিবিধ

১৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File