আল্লাহ তায়ালার উদারতা

লিখেছেন লিখেছেন মনিরা ০৪ জুলাই, ২০১৩, ১২:২১:৩৬ দুপুর

আবু যার গিফারী (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন, 'আল্লাহ তা'আলা বলেন, যে ব্যক্তি আমার নিকট একটি ভাল কাজ নিয়ে উপস্থিত হবে তার জন্য তার দশগুন পুরষ্কার রয়েছে। আমি তার চেয়েও বেশী দিব। আর যে একটি মন্দ কাজ নিয়ে উপস্থিত হবে তার প্রতিফল তার অনুরূপ একগুণ রয়েছে। অথবা আমি মাফ কেরে দিব। যে আমার এক বিঘত নিকটে আসে আমি তার এক হাত নিকটে যাই। আর যে আমার এক হাত নিকটে আসে আমি তার এক বাম নিকটে হই। আর যে আমার নিকট হেঁটে আসে আমি তার নিকট দৌঁড়িয়ে যাই এবং আমার নিকট পৃথিবী পূর্ণ গুনাহ নিয়ে আসে আমার সাথে কাউকে শরীক না করে আমি তার সাথে স্বাক্ষাত করি ঐ পরিমাণ ক্ষমা নিয়ে' (মুসলিম, মিশকাত হা /২২৬৫)

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File