অনুপস্থিত মুসলিম ব্যক্তির জন্য দোয়া করার ফযীলত
লিখেছেন লিখেছেন মনিরা ০৩ জুলাই, ২০১৩, ০২:০৯:৫৫ দুপুর
আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন, 'কোন মুসলমান তার কোন মুসলমান ভাই-বোনের জন্য তার অগোচরে যে দো'আ করে সে দো'আ কবুল করা হয়। তার মাথার পাশে একজন ফিরিশতা নিযুক্ত থাকেন। যখন সে তার ভাইয়ের জন্র কল্যাণের দো'আ করে নিযুক্ত ফিরিশতা বলেন, (আমীন) আল্লাহ কবুল কর এবং তোমার জন্যও ঐরূপ হোক' (মুসলিম, মিশকাত হা/২২২৮)
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন