জানুন, মানুন, আমল করুন এবং অপরকে জানিয়ে দিন (পর্ব: ১)
লিখেছেন লিখেছেন মনিরা ০২ জুলাই, ২০১৩, ১২:০৯:১৫ রাত
আপনি কি জানেন, ইসলামের রুকন বা স্তম্ভ কয়টি ও কি কি?
জেনে নিন:
ইসলামের রুকন বা স্তম্ভ পাঁচটি, যথা:
১. কালেমা: (আল্লাহ ব্যতীত সত্য কোন মাবূদ বা উপাস্য নেই। আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল) এ মর্মে সাক্ষ্য প্রদান করা।
২. নামায প্রতিষ্ঠা করা।
৩. যাকাত প্রদান করা।
৪. রমজান মাসের রোজা রাখা।
৫. সামর্থ থাকলে হজ্জ সম্পাদন করা।
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন