একজন ফেলানী এবং বাংলাদেশ

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:২১:৫৫ বিকাল

রায়টা আগে থেকেই নির্ধারিত ছিল।শুধু এই বাংলাদেশের সহজ সরল মানুষকে ইন্ডিয়ান সিরিয়ালের একটা পর্ব নতুনরূপে দেখানো হল আর বাংলাদেশের সরকার তা উপভোগ করলো।হয়তো হাতে পপকর্ন নিয়ে আয়েশী ভঙ্গিতে নরম সোফায় শরীরটাকে এলিয়ে দিয়ে খোশ-গল্প করছেন ওই পাড়ার দাদা-বাবুদের সাথে।২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের ওপর ঝুলে থাকা ফেলানীর মৃতদেহ নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে। কিন্তু এই হইচই বাংলাদেশ সরকারকে একটুও নাড়া দিয়েছিলো কিনা তা নিয়ে আমি পুরোপুরি সন্দিহান।লোক দেখানো বিচার সাজিয়ে বাংলাদেশের মানুষকে আরেকবার প্রতারিত করলো এই সরকারের বেয়াই ভারত সরকার।ফেলানি হত্যার বিচার হবে,অপরাধী শাস্তি পাবে এই দিবাস্বপ্ন আমি কোনোদিন দেখিনি তাই আজ যখন শুনলাম ফেলানি হত্যায় জড়িতরা বেকসুর খালাস পেয়েছে তখন একটুও অবাক হয়নি। সারা বাংলাদেশ যখন আজ ভারতের কাঁটাতারের বেড়া আর আমরা সাধারন মানুষ প্রত্যেক-ই এক একজন ফেলানি।রক্তাক্ত হচ্ছি প্রতিনিয়ত।সে রক্তের রং আমাদের কাছে লাল হলেও দুই বেয়াই সরকারের কাছে এই লাল রং রক্ত বর্ণের মদ ছাড়া আর কিছুই নয় , এ রক্ত শুধুমাত্র তাদের নেশার উপকরণ।।

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File