শাহাবাগঃ প্রজন্মের মিলনমেলা নাকি নাস্তিকের আখড়া??

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ৩০ জুলাই, ২০১৩, ১০:১৬:৫৬ রাত

আমি কোনোদিন-ই তেমন ইচ্ছুক ছিলাম না তথাকথিত স্বাধীনতার চেতনা ব্যাবসায়িদের পাগলামি নিয়ে,অযাথা প্রগতিশীল নামক ওই সব মানুষ নাম সর্বস্ব আজব প্রাণীদের নিয়ে আমার আগ্রহ ববাবর-ই খুব-ই কম।ওই বিরিয়ানি খাওয়া মার্কা আন্দোলনের প্রতি কোনোদিনই আমাকে কেউ আকৃষ্ট করতে পারেনি কারণ ওই নাটকের প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রায় সব দিন-ই আমার যাওয়া লেগেছে ওই শাহাবাগের পাশেই পাবলিক লাইব্রেরিতে নিজের অনিশ্চিত ভবিষ্যতকে একটু শাণিত করার জন্য।কি হয় ঐ শাহাবাগে তা আমার ভালোই জানা আছে।সারাদিন চেতনা ব্যবসা আর সন্ধ্যায় গাঁজা-পিনিকের আড্ডা।আর উচ্ছন্যে যাওয়া কিছু মেয়েরুপী......দের আনাগোনাও থাকে রীতিমতো,যাদের মুক্তমনার প্রকাশ ঘটতো একসময় চারুকলা আর সোহরাওয়ার্দি উদ্যানের চিপা-চাপায় আর এখন ঘটে এই শাহাবাগেই।

তবে কিছুদিন ধরে খুব লক্ষ্য করছি যে পুরনো পাপীদের সাথে নতুন কিছু পাপী যুক্ত হয়েছে ওই গাঁজার আসরে যারা এইসকল চেতনাধারীর নাটকের সাথে যুক্ত হবার পর থেকেই নিজেদেরকে অতিমাত্রায় প্রগতিশীল ও মুক্তমনা ভাবা শুরু করেছে।আজ এমন একজনের সাথে একটু তর্ক হল যে কিনা আমাকে প্রকৃতিবাদ বুঝানোর ব্যর্থ চেষ্টা চালালো,বুঝাতে চাইলো নগ্নতাই প্রকৃতিগত আর নগ্ন শরীরের উপর পোশাক আবৃত করে নাকি এই শরীরটাকে নষ্ট করা হয়েছে।তার কাছে ভালো-মন্দের কোনো বিভেদ নেই।মোদ্দকথা আমাকে বুঝতে চাইলো যে এই পোশাক-আশাকের কোনো প্রয়োজনীয়তা নেই।নেই প্রয়োজন বিয়ে-শাদীর,যৌন মিলন একটা প্রাকৃতিক চাওয়া আর সেই চাওয়া মেটানোর জন্য কোন বাছ-বিচারের প্রয়োজন নেই,যে কাউকে দিয়ে এ প্রয়োজন মেটানো যাবে।আর তাতেই প্রকৃতির স্বকীয়তা বজায় থাকবে। খুব করে গালি দিয়ে বলতে চেয়েছিলাম তার "মা-সম্বন্ধীয়" কিছু কথা কিন্তু বলতে পারলাম না শুধু এই ভেবে যে শাহাবাগিও গাঞ্জুট্টেরা আর কিছুদিন ওকে নতুন নতুন ছবক দিয়ে নিক,আর সময় আসলে এমন বুঝানো বুঝাবো যে ওর মতো ভদ্র আর কেউ হবে না।"মাইরের চেয়ে আর কোনো ভালো ঔষধ আমার জানা নেই"।ওই নাস্তিকের আখড়া আর বেশিদিন থাকবে না ইন-শা- আল্লাহ।। সময় আসবে প্রতিটি কথার সমুচিত জবাব দেওয়ার।।

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File