হরতাল প্রসঙ্গঃ নামধারী আলেম সমাজ
লিখেছেন লিখেছেন পাপী বান্দা ১৬ জুলাই, ২০১৩, ০৬:১৭:৫৩ সন্ধ্যা
ইদানীং কিছু আলেম-দাবীকারী ব্যক্তিকে দেখছি রমজান মাসে হরতাল দেওয়া,পালন করাকে শরীয়ত সম্মত নয় উলেক্ষ করে নিজেদেরকে নামকরা বিদগ্ধ আলেম সাজিয়ে আলচনার লাইম-লাইটে আসার তীব্র প্রচেষ্টা চালাচ্ছেন।ফতোয়া দিচ্ছেন রমজানে হরতাল দেওয়া,পালন করা ইসলামী শরিয়াত সম্মত নয়,শরিয়াত বহির্ভুত এই সকল অনৈতিক কাজ পরিহার করা সকলের কর্তব্য।রমজানে রোজা রেখে রাস্তায় পিকেটিং করতে করতে কষ্ট হয়,খাশ বাংলায় "রোজায় ধরে"।
আচ্ছা ইসলাম কি এতোটাই সোজা আপনাদের কাছে যে নামাজ পড়লাম,জিকির করলাম,রোজা রাখলাম---আর এতেই ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে,খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে।কথাটা বলা একটু শ্রুতিকটু তারপরও বলছি, " আল্লাহর ঠেকা পড়েনি যে তিনি আসমান থেকে নেমে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন আপনার কাছে যাতে আপনি আরামসে দিনানিপাত করবেন।" আপনারা হয়তো ভুলে গেছেন এই রমজান মাসেই "বদরের যুদ্ধ" সংঘঠিত হয়েছিল এবং রোজাদার সাহাবারা শাহাদাত বরণ করেছিলেন।।
এটা একদম ঠিক যে হরতালের নামে অযাথা গাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগ,মানুষের জান-মালের ক্ষতি সাধন কখনোই ঠিক নয় এবং তা কোনোভাবেই কাম্য নয়।তবে অন্যায়ের প্রতিকার ও প্রতিরোধকল্পে হরতাল দেওয়া কোনোভাবেই শরীয়ত বিদ্বেষী অথবা অনৈসলামিক বলে পার পাবার উপায় নেই।অন্যায়ের বিরোধিতা করা আপনার আমার সকলের ঈমানি দায়িত্ব তবে এ দায়িত্ব পালনকালে আমদেরকে অবশ্যই সতর্ক ও সচেতন থাকতে হবে অন্যথায় বাতিল শক্তি সত্যের কণ্ঠরোধে অধিকতর সচেষ্ট হবে।।
বিষয়: রাজনীতি
১৭৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন