গোলাম আজমঃ প্রহসনের আরেক শিকার
লিখেছেন লিখেছেন পাপী বান্দা ১৫ জুলাই, ২০১৩, ০২:৫২:৩৮ দুপুর
বয়স ৯৩। চলেন অন্যের সহযোগীতায়,তাও আবার লাঠি ভর দিয়ে।।মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক,তত্ত্বাবধায়ক সরকার-ফর্মুলাদানকারী।।সবগুলো কথা তাকেই নিয়ে যাকে আওয়ামী-যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ৯০ বছরের সাজা দিলো একটু আগে,যদিও রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনীত একটি অভিযোগেরও সত্যতা প্রমান করতে পারেনি।প্রথমে শুনলাম তার বিরুদ্ধে অভিযোগের সম্পৃক্ততা পাওয়া যায়নি।এখন শুনি তার বিরুদ্ধে সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত।
আগে তারা দাবি করতো গোলাম আজম রাজাকারের শিরোমনি ।সবচেয়ে বেশি অপরাধ করেছে গোলাম আজম । অথচ তার শাস্তি নব্বই বছর ! আর সাঈদীর ফাঁসী !
বিশ্লেষনঃ গোলাম আজম বয়োঃবৃদ্ধ লোক । দীর্ঘদীন রাজনীতি থেকে অবসরে । এই মূহুর্তে তার ভুমিকা গৌণ । ফাঁসীই কি বা কারাদন্ডই কি ? এতে খুব বেশি ক্ষতি হবে না ।
তাই ৯০ বছর ।
কিন্তু সাঈদি ?
দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ।কোটি কোটি ভক্তের হ্রদয়ের স্পন্দন । ধারনা করা হয় আগামীর আমীরে জামায়াত এবং ভবিষ্যত্ প্রধানমন্ত্রি , ইসলাম বিরোধীদের যম সাঈদি ঠিক থাকলে দেশের রাজনীতিতে হুমকির মুখে পড়বে বিরোধীরা । তাই তার ফাঁসি ।
মিথ্যা অক্ষরে ভরা রায়ের একটি লাইনেরও জবাব দিতে হবে না এই দুনিয়ার কারো কাছে কিন্তু কিয়ামতের ময়দানে প্রতিটা অক্ষরের জবাব দেয়া লাগবে মহান বিচারপতি আল্লাহ রব্বুল আলামিনের কাছে।সেইদিনই ন্যায় বিচার চেয়ে নিবো আল্লাহর কাছ থেকে।।
বিষয়: রাজনীতি
১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন