ইসলামী আন্দোলন ঈমানের দাবী

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ০৯ জুলাই, ২০১৩, ০৪:৫৬:২৬ বিকাল

যারা ইসলামী আন্দোলনে নিয়োজিত আল্লাহ তাঁদের পরিচয় এভাবে দিয়েছেন,

“যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে আর যারা অস্বীকার করেছে তারা তাগুতের ( খোদাদ্রোহীর ) পথে সংগ্রাম করে।অতএব তোমরা শয়তানের পৃষ্ট-পোষক, অভিভাবকের বিরূদ্ধে সংগ্রাম কর।নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র বড়ই দুর্বল ।”( সূরা আন-নিসা; আয়াত ৭৬)



তাই দেশ ও জাতি যখন জালিমের জুলুমের শিকার হয় তখন মুমিন চুপ থাকতে পারে না।অন্যায় ও অবিচার দেখে যে ব্যক্তি চুপ থাকে,প্রতিবাদ করে না তাকে আল্লাহর রাসূল(সঃ) বোবা শয়তান বলেছেন।রাসূল(সঃ) আরো বলেনঃ

“অত্যাচারী শাসকের সামনে সত্য কথা উত্তম জিহাদ।”

বস্তুত অত্যাচারিত,শোষিত ও অধিকারহারা মানুষের পক্ষে সামর্থ্যানুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়া প্রত্যেক মুমিনের একটি অপরিহার্য কর্তব্য।আল-কুরআনের ঘোষণাঃ

“তোমাদের কী হয়েছে তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না অথচ দুর্বল পুরুষ,নারী ও শিশুরা আর্তনাদ করছে,হে আমাদের রব-প্রতিপালক-প্রভু-মুনিব এ অত্যাচারী অধিবাসীর ( শাসক গোষ্টীর) জনপদ থেকে আমাদেরকে বের করে নাও আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী দাও।”(সূরা আন-নিসা;আয়াত ৭৫)

সত্যকথা বলতে কি,আমাদের দেশ আজ জালিম শাসকগোষ্ঠীর জনপদে পরিণত হয়েছে।মানুষ শোষিত ও বঞ্চিত হচ্ছে।সম্মানিত ব্যক্তি অসম্মানিত হচ্ছে এবং চারিদিকে শুধু বিপর্যয় সৃষ্টি হচ্ছে।আল-কুরআনের ঘোষণাঃ

“অত্যাচারী শাসক যখন কোনো জনপদে প্রবেশ করে (তথা রাজক্ষমতায় অধিষ্ঠিত হয়) তখন সেখানে ফাসাদ (বিপর্যয়) সৃষ্টি করে এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে।”(সূরা আন-নামলঃ আয়াত ৩৪)

আমার দেশে ঠিক অনুরূপ অবস্থার সৃষ্ঠি হয়েছে।সরকার একেক পদক্ষেপ নিচ্ছে যা শুধু ফাসাদ তথা বিশৃংখলা উস্কে দিচ্ছে।ধর্মহীন শিক্ষানীতি ও নারীর ক্ষমতায়ণ ও অধিকার প্রতিষ্ঠার নামে অনৈসলামী নারী নীতি প্রনয়ণ,সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস উঠিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিস্থাপিত করা,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা,দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করা,বাক-স্বাধীনতা রুদ্ধ করা সহ সংবাদপত্রের স্বাধীনতা হরণ,রাজনৈতিক সভা-সমিতিতে বাধা প্রদান,বিরোধী দলের জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা ঠুকিয়ে দিয়ে তাদেরকে আটক করে রিমান্ডের নামে তাদের ওপর অমানবিক অত্যাচার চালানো এবং যুদ্ধাপরাধীর বিচারের নামে প্রহসন—সবই দেশে অশান্তি,অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কিছু মৌলিক কারণ।

বিষয়: রাজনীতি

১৬৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File