ইসলামী আন্দোলনের স্বরূপ

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ০৯ জুলাই, ২০১৩, ০৯:০৯:১৬ সকাল

ইসলামী আন্দোলন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন,দ্বীনে হাক প্রতিষ্ঠার আপোষহীন সংগ্রাম,সামাজিক সুবিচারপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন।এ আন্দোলন বাতিল বা বাতিল সমাজ ব্যবস্থা মূলোৎপাটনের আন্দোলন।সর্বোপরি এ আন্দোলন খোদাদ্রোহী শক্তির প্রভুত্ব প্রতিষ্ঠার আন্দোলন।ফলে অসত্যের ধারক-বাহক,অসত্যের পতাকাবাহী,অসত্যের সংগ্রামে নিয়োজিত নেতা ও কর্মী এ আন্দোলন কখনো বরদাশত করতে পারে না।আল-কুরআনের ঘোষণাঃ

“তিনিই সেই মহান সত্তা যিনি তাঁর রাসূলকে দ্বীনে হাক ও হেদায়েত সহকারে পাঠিয়েছেন যাতে তিনি তা সকল মত-পন্থা-মতবাদ-মতাদর্শের উপর বিজয়ী করতে পারেন,যদিও মুশরিকদের কাছে তা অসহনীয়।” ( সূরা আস-সফ; আয়াত ০৯)

হক ও বাতিলের কখনো সহ-অবস্থান হয়না,তেমনি এদের মধ্যে আপোষ (compromise) অচিন্তনীয়। আলো ও আঁধার,দিন ও রাতের যেমন সহ-অবস্থান অসম্ভব,তেমনি হক ও বাতিলের সহ-অবস্থান চির অসম্ভব।

আল্লাহ চান,

“সত্যকে সত্য হিসেবে এবং বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করতে যদিও অপরাধীদের কাছে তা অসহনীয়।”( সূরা আনফাল; আয়াতঃ ০৮)

বিষয়: রাজনীতি

১৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File