ইসলামী আন্দোলনঃ বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় ( ভাগ ০০১)
লিখেছেন লিখেছেন পাপী বান্দা ০৮ জুলাই, ২০১৩, ১১:৫৯:৪৩ রাত
আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ অসংখ্য সমস্যায় জর্জরিত,নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের দ্বারপ্রান্তে,শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি বিপন্ন,অর্থনীতি বিপর্যস্ত,আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি,দলবাজি,টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে দেশ ভরপুর,অপহরণ,গুম,খুন,রাহাজানি,দস্যুবৃত্তি নিত্যনৈমত্তিক ব্যাপারে পরিণত হয়েছে,দূর্নীতিতে দেশ আকণ্ঠ নিমজ্জিত,দ্রব্যমূল্য আকাশছোঁয়া,যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত,ক্ষুধা,দারিদ্র ও বেকারত্বের অভিশাপে মানুষ দিশেহারা,প্রশাসনে স্থবিরতা,স্বজনপ্রীতি ও দলীয়করণে বিরোধী দলীয় কর্মীদের জন্য চাকুরী বা অন্যান্য কর্মসংস্থান সোনার হরিণে পরিণত হয়েছে।বিরোধী দলের লোকেরা আজ যেন দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক;মানবাধিকার,মানবতা,নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ ভূলুণ্ঠিত।গণতন্ত্র,গণতান্ত্রিক মূল্যবোধ কথার কথায় পরিণত হয়েছে।বিচার ব্যবস্থা দলীয়করণের অপঘাতে মারাত্মক অসুস্থ।দেশের অধিকাংশ মানুষ আজ মৌলিক অধিকার বঞিত,ন্যায়বিচার,ন্যায়নিষ্ঠা,সততা,সত্যবাদিতা সবই মানুষ ভুলতে বসেছে।সর্বোপরি ইসলাম,ইসলামী মূল্যবোধ,ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামী সংগঠন আজ দেশী ও বিদেশী ষড়যন্ত্রের শিকার।নাস্তিক্যবাদী বামপন্থী পরিবেষ্টিত এবং ভারতের ব্রাক্ষ্মণ্যবাদী সরকারের মদদপুষ্ঠ ও তাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর এ পুতুল সরকার।
জাতির এ ক্রান্তিলগ্নে ইসলামী আন্দোলনের কর্মীদের ইসলামী আন্দোলনের স্বরূপ এবং এ অবস্থায় তাদের করণীয় কী তা জানা একান্ত অপরিহার্য।মনে রাখতে হবে,ইসলামী আন্দোলনের ওপর কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী ও ইসলাম বিদ্বেষী সরকারের পক্ষ থেকে এ রকম আচারণ নতুন কিছু নয়।যুগে যুগে এ অবস্থার সৃষ্টি হয়েছে।নবী-রাসূল ও ইসলামী আন্দোলনের মুজাহিদ তথা দায়ী ইলাল্লাহ-এর ওপর এর চাইতে অনেক বেশি নির্মম অত্যাচার করা হয়েছে।অসংখ্য নবী ও ইসলামী আন্দোলনের নেতা ও কর্মী শহীদ হয়েছেন।আল-কুরআনের ঘোষণাঃ
“নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্য থেকে যারা ন্যায়পরায়নতা ও সত্যের দাওয়াত(নির্দেশ) দেয় তাদেরকে হত্যা করে তাদেরকে কঠিন শাস্তির শুভ সংবাদ দিন।দুনিয়া ও আখিরাতে তাদের আমলসমূহ বিনষ্ট হবে আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না।”(সূরা আল-ইমরান; আয়াত ২১-২২)
বিষয়: রাজনীতি
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন