সর্দার প্রলাপ-১
লিখেছেন লিখেছেন দক্ষিনের জলদস্যু ২৩ জুলাই, ২০১৩, ০৭:৫৬:০২ সকাল
ভ্রাত আমার বড়োই বেরসিক !
বৌদির বন্দনায় পঞ্চমুখ হইলেও স্ত্রীর চাহিদার ব্যাপারে সে বড্ড কৃপন। বৌদির বাংলা পাঁচ মুখখানা দেখিয়া শুধাইলাম,"ব্যাপার কি গো বৌদি! চেহারা এমন মলিন কেনো?"
বৌদি বলিলো,"আর বলিওনা ভাই,মিনসে আমার বড়োই বদ। কিঞ্চিত আব্দারও দেখিবে না !"
সামান্য হাসিয়া ভ্রাতকে বলিলাম,"শুনছি কিরে মাইরি ! হুজ্জতি পাকাইলে মানসন্মান সব যাবে যে রে !"
হতভাগা ভ্রাত আমার বলিলো,"চাহিদা যে তাহার বড়ই সংগিন। এই ঈদে সে যে 'সানি লায়ন' গাউন চায়।"
ভাবিলাম রৌদ্রজ্জল সিংহির চর্ম হইতে প্রস্তুত গাউন খারাপ কি ! ইহা দ্বারা পর্দা রক্ষাও হইবে বটে !
পরক্ষনে ভ্রাত বুঝাইলো যে উহা লোমহর্ষক চলচ্চিত্রের অভিনেত্রীসানি লিওনের পোশাক। শুনিয়া হাসিয়া পেটে খিল ধরিবার উপক্রম।
আমি বলিলাম,"উহা বড়োই মনোহর। এক ঢিলে কয়েক পাখি।কিন্তু ঠিক কোন গাউনটি, নাকি তাহার অন্তর্বাস,তাহা ভাবিলে রোযা হালকা হইতে বাধ্য। তাই ইহা তুমিই সামলাও"
অগত্যা রাজি হইয়া বৌদিকে লেবাসটিপরিহিত দেখিতে ট্রায়াল রুমে পাঠাইলেন ভ্রাত।
বাহির হইয়া-"কেমন লাগিতেছে গো?"
অধীর আগ্রহে থাকা তার স্বামী-"মারহাবা!"
ইতস্তত করিয়া তাকাইয়া দেখি, বৌদি পোশাকটির উপর বোরখা পরিয়া দেখাইতে আসিয়াছে যে কেমন লাগিতেছে ! (তথাকথিত পোশাক অতি মার্জিত কিনা!)
-হাঁফ ছাড়িয়া বাঁচিলাম। আর পরামর্শ দিলুম,
"নিবাসে ফিরিয়া বাবাকে পোশাকের নাম বলিওনা যেনো। নইলে তাহার রোযাও কিন্তু........"
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন