আরো একটি শ্লোগান এবং সেই একই শাহবাগ!!!
লিখেছেন লিখেছেন দক্ষিনের জলদস্যু ১৫ জুলাই, ২০১৩, ১২:০২:৫০ রাত
শুভ ক্লাশ টেনে পড়ে।আজ সে স্কুলে যাবে না।মায়ের সাথে এক পশলা ঝগড়া হওয়ার পর তার আর স্কুলে যাওয়া লাগলো না।দ্রুত শার্ট,প্যান্ট পরে জুতা খুজতে লাগলো।আবার এক দফা বকা দিয়ে আম্মু জুতা বের করে দিলো।আজ সে শাহবাগে যাবে।বাসা থেকে খুব বেশী দুরে নয় তাই হেটেই চলে গেলো।যেয়ে সে দেখে অনেক মানুষের ভিড়।সে নিজেকে ছোটো মানুষ ভেবে একটা গাছের নিচে দাড়ালো।
পকেট থেকে শুভ ভাজ করা কাগজটা বেরকরলো।কাগজে 'যুদ্ধাপরাধীর ফাঁসি চাই' লেথা নেই।লেখা আছে 'কোটা প্রথা বাতিল করো' এটা সে নিজে লিখেছে।
এতটুকু ছেলে এর কি বোঝে?এ তো আর বি সি এস পরীক্ষা দেয় নি!তাহলে?
পাশে দাড়ানো আগ্রহী সুমন ভাইকে এর রহস্য উদঘাটন করতে হবেই।সুমন ভাই,
-ভাইয়া তোমার নাম কি?
-শুভ
-কোন ক্লাশে পড়ো?
-টেনে
-এখানে কেন এসেছ?
-আন্দোলন করতে
-তুমি কেনো আন্দোলন করবা?
-আমার বাবার জন্যে.....
(শুভ ক্ষোভের সাথে জানালো যে তার দাদা একজন মুক্তিযোদ্ধা।এস.এস.সি পরীক্ষার পর তার বাবা তাকে মুক্তিযোদ্ধা কোটায় 'ক' কলেজে ভর্তি করতে চায়।
কিন্তু সে চায়না 'ক' কলেজে ভর্তি হতে কারন শুভ ছাত্র হিসেবে একটু খারাপ।আর ঐ নামকরা কলেজে তাকে যদি তার ব্রিলিয়ান্ট মেধাবী বন্ধুরা টিটকিরি মারে! আর যদি সবাই দাদার সার্টিফিকেটে ভর্তি হয়েছে বলে!!
আর সে নিজেও বেক্তিত্ব সম্পন্ন।তাই তার পছন্দ 'খ' কলেজে ভর্তি হবে।সেটা মানের দিক থেকে খুব ভালো না।কিন্তু সে এমনিতেই ভর্তি হতে পারবে।
'খ' কলেছের খরচ একটু বেশী আর উপরোক্ত কারনে তার বাবা তাকে বকেছে।তাই বাবার প্রতি এই বিদ্রোহ।)
সুমন ভাই হাসলেন কিছুক্ষন।এরপর বল্লেন,
-ভাইয়া তুমি বাসায় যাও
-না
-দুপুর হয়েছে কিছু খাবা?
-হ্যাঁ।সিগারেট
-কি!!!কেন??
-আন্দোলন করতে হলে খেতে হয় না!আপনি যে খাচ্ছেন।
সুমন ভাই লজ্জিত হয়ে সিগারেট টা ফেলে দিলেন।আসলে সবসময় কিছু শেখানোর আগে নিজে নতুন কিছু শিখতে হয়।তিনি প্রশ্নত্তর পর্ব বাদ দিয়ে শুভকে শ্লোগান দিতে বলে নিজেও শুরু করলেন।
বিষয়: রাজনীতি
১৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন