নবীন বরণ

লিখেছেন লিখেছেন হাসান নাঈম ২৪ জুন, ২০১৩, ১১:৩৭:৪০ রাত

চির নবীনের তরে ,

আজিকে আলোর মহাঅভিষেক জাগিবে মোদের ঘরে ।

বহু-যুগ ধরে আলোর আখরে গড়িয়াছি মণিহার ,

আমি দেখিয়াছি মোর আঁধার ঘরে সে খুঁজে কারে বারবার !

তোমারই আভির্‌ভাবে,

সেই মণিহার প্রেয়সীর বুক হয়তবা খুঁজে পাবে !

হয়তবা ক্ষ্যাপা পরশপাথর খুঁজিয়া পাইবে পুনঃ,

হয়তো বাঁশীটি খুঁজে পাবে তার ব্রজের রাখাল কোন ।

আর মুক্তির সুর গাহিয়া ফিরিবে মহাকালে পথ বাহি

সেই আশাতেই তোমাদের পানে জগত রয়েছে চাহি ।

হে নবীন ঐ স্বর্গ তোরণ তোমারই প্রতিক্ষাতে--

আজিও অমৃত রাখিয়াছে কিছু জ্ঞানের পদ্মপাতে ।

তাই এনে তুমি কিছু অমৃত রেখে দিও মোর ঘরে

আর কিছু তার বিলায়ে দিও গো বিশ্বজনের তরে ।

বরণের ডালা সাঁজায়ে রেখেছি প্রেম ও পুষ্প দিয়া

হে নবীন এসো হেরি প্রস্বাধনে সাজাবো তোমার হিয়া ।

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File