কোন মুসলমান কি ধর্ম নিরোপেক্ষ হতে পারে?

লিখেছেন লিখেছেন সত্যভাষন ২৫ জুন, ২০১৩, ০৬:৪৯:০৩ সন্ধ্যা

এক জন মুসলমান তো সে-ই যে আল্লাহকে প্রভু মেনে নিয়ে তাঁর নাজিলকৃত কুরআনকে পরিপূর্ণ ভাবে অনুসরণ করবে। ধর্ম নিরোপেক্ষ বলতে আমরা স্বাভাবিক ভাবে যেটা বুঝি তা হলো, নির্দিষ্ট কোন ধর্মের সাথেই সম্পৃক্ত থাকা যাবে না। অথচ কুরআনে বলা হয়েছে, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কুরআনে আরও নির্দেশ দেয়া হয়েছে, হে মুমিনেরা তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হও। তা হলে এক জন ধর্মনিরোপেক্ষ ব্যাক্তি কি করে নিজেকে মুসলমান দাবী করতে পারে? আমাদের সমাজে যারা ধর্মনিরোপেক্ষ মতবাদ চালু করতে চাচ্ছে তারা আবার নিজেদেরকে খাঁটি মুসলমান দাবী করছে। এটা স্ববিরোধি বৈশিষ্ট্য নয় কি? ধর্ম নিরোপেক্ষ সমাজপতিদের অবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যায়, তাদের পরিবারে বিবাহ-সাদীতে ইহুদি, খ্রীষ্টান, হিন্দু, বৈদ্ধ কোন প্রকার বাদ বিচার নেই। আসলে এরা হলো সুযোগ সন্ধানী। বিধর্মিদের আচার-অনুষ্ঠানে উপস্থিত হলে এরা নিজেদেরকে তাদের সমগোত্রীয় বলতে গৌরব বোধ করে। আবার ভোটের সময় এলে ভোল পাল্টিয়ে খাঁটি মুসলমান হয়ে যায়। সুতরাং এই সকল ধর্ম নিরোপেক্ষ বর্ণচোরাদের সম্পর্কে সতর্ক থাকার দায়িত্ব সকলের।

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File