"কানার হাতে কুড়াল" ''''''''''''''''''''''''''''''''
লিখেছেন লিখেছেন জাবির হোসাইন ২৪ জুন, ২০১৩, ০১:০৫:৫৮ রাত
কর্তা:কিহে নগেন! আজ সকাল থেকে তোমার মন
ভাড় ভাড় ঠেকিতেছে কি হইয়াছে একটু
খুলিয়া বলতো বাপু ।
নগেন : আজ্ঞে কিছুনা কর্তা। এমনিতেই
মনটা খারাপ হইয়া আছে ।
কর্তা :না,বোধ হইতেছে তুমি আমার কাছে কিছু
লুকাইতেছ । আচ্ছা আমি অভয় দিলাম
তুমি বলিতে পার ।
নগেন : আচ্ছা কর্তা হিন্দু আর
ঈহুদি হইয়া জন্মানো কি অপরাধ ।
কর্তা:না । তা হইবে কেন ?
নগেন : তাহলে কি এইটা গালি ?
কর্তা :নারে বাপু
এইটা গালি হইতে যাইবে কেন ? আমাদের বিশ্ব
কবি রবি ঠাকুর ,শরৎচন্র ,বঙ্কিম,বিদ্যাস
াগর সবাই তো হিন্দু ছিলেন । ওদিকে কার্ল
মাক্স ,স্যার আইজ্যাক নিউটন ঈহুদি ছিলেন
। এরা বিস্ব সভ্যতার জন্য যাকরেছে তা মানুষ
সহস্র বৎসর মনে রাখবে । তা বাপু তুই এখন
আসল কথা বলো দেখি কি হইয়াছে হিন্দু আর
ঈহুদি লইয়া ।
নগেন : না মানে কর্তা আমাদের জাতীয়
সংসদে এক পক্ষ যেভাবে আরেক পক্ষকে হিন্দু
ঈহুদি বলিয়া গালি দ্যায় আর অন্য পক্ষও
যেভাবে চটিয়া যায় তাই বলছিলাম ... ...
কর্তা:ও আচ্ছা এই কথা । শোন
এইটা হইতেছে আমাদের
দেশে ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যাবহারের
একটা সস্তা সেন্টিম্যান্ট । ধর্মকে এভাবেই
আশ্রয় করে তারা লাভবান হইতে চায় ।
আসলে আমরা যাদের সংসদে পাঠানো দরকার
তাদের না পাঠাইয়া অন্যদের পাঠাই
ফলে এধরনের কথাতো শুনতে হবেই । আর একেই
বলে "কানার হাতে কুড়াল " ।
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন