সিরিয়া এবং Media Conspiracy

লিখেছেন লিখেছেন সত্যবাক১৯৭৯ ২৫ জুন, ২০১৩, ১২:৩১:৩০ দুপুর

আজকের ওয়ার্ল্ড এর সবচে্য়ে মৃত্যুপ্রবন বিভীষিকাময় জায়গা মনে হয় সিরিয়া।আমেরিকা,ইউরোপের কন্সপিরেসিফিলিক মিডিয়া আর পদলেহি আরব ওয়ার্ল্ড এর জঙ্গি ও ভুমি সহায়তায় এক্ টা দেশ ধংসের শেষ সিমায় পৌছে গিয়েছে।অবস্থা এমন দাড়িয়েছে যেখান থেকে ওঠার কোন পথ দেখা যায় না।আর মিডিয়ার দুঃখজনক ভূমীকায় অবস্থা আর জটিল হচ্ছে।মিডিয়ার প্রতারনামুলক প্রচারনায় অনেকেই সিরিয়ার সাথে তিউনিসিয়া,মিসর এর পটভুমি এক করে দেকছে।কিন্তু সিরিয় পটভুমি সম্পূর্ন আলাদা।আজকে আমি এই ব্যাপারে পাঠকদের দৃষ্টি আকর্সন করতে চাই।নম্বর(১)তিউনিসিয়া,মিসর এ সংগ্রামকারি গন weponed(৯৮%ক্ষেএে) ছিল না।অন্য দিকে সিরিয়ায় “জাগরন” শুরুর প্রথম মাস হতেই বিদ্রোহি রা অস্ত্রের দাপট দেখাচ্ছে। বিদ্রোহিদের তথাকথিত প্রতি্রোধ আক্রমন এ যত না সিরিয় সৈন্য নিহত হচ্ছে তার চেয়ে বহুগুনএ জনসাধারন নিহত হুচ্ছে।কিন্তু জায়ন মিডিয়া সমুহ এই সাধারন মানুষ এর মৃত্যু কে একেচটিয়া ভাবে আসাদ বাহিনি এর কুকীর্তি বলে show করছে।তিউনিসিয়া আর মিসর এর বিপ্লব এর সময় সউদি ও অন্যান্য আরব রাস্ত্র ঘাপ্টি মেরে থাক্লেও সিরিয়ার ক্ষেত্রে এরাই সবচেয়ে কলাহল ত্করছে।অস্ত্র সহায়তা দিচ্ছে এবং আমেরিকা to সিরিয়ান মিলিট্যানন্ট অস্ত্র transit করচ্ছে।তথাকথিত muslim based arab international media আল জাজিরা western দের মদদ এ সিরিয়া এর internal যুদ্ধ কে মাজহাবি তথা শিয়া সুন্নি যুদ্ধ রুপ দিছে।আর হ্যা,মিসর এবং তিউনিসিয়া এর ক্ষেত্রে এই রকম ্কোন মাজহাবি সংঘাত লক্ষ্য করা যায়নি(মুল প্রেক্ষাপটে);এটি মিসর কিংবা তিউনিসিয়া এর পটভুমির সাথে সিরিয়া এর প্রেক্ষাপটের নম্বর(২) diference। First step এ মিডিয়াই সিরিয়ায় religious conflict কে উস্কে দেয় অতঃপর আল নুসরা,আল কায়েদা এর সাহায্যে একটি পুরদমে “শিয়া সুন্নি” lebelled যুদ্ধ শুরু করে।আর এভাবেই western world আরব world এর সহায়তায় নিজেদের স্বা্র্ত্থ সিদ্ধি করে আবার ইসলামী horizon এও ফাটল ধরাতে সমর্থ হয়।নম্বর(৩)মিসর আর তিউনিসিয়ায় সরকার বিরধি দের ছিল ব্যাপক সমরথন আর সিরিয়ায় ব্যাপার ঠিক উলটো,কারন কোন স্বৈরচারি জনসমরথনহীনশাসক এর পক্ষে আমেরিকা আর আরব world এর opponent এত long term যুদ্ধ চালান এক রুপ অসম্ভব তা সে যতই বহিসমরথন পাক না কেন।উল্লেক্ষ্য,সিরিয়ায় আলাভি মাত্র ১৮% তাই শুধু এদের সমরথন এ এত দিন যুদ্ধ চালানও অসম্ভব যদি না আরও বৃহৎ জনসমরথন থাকে।নম্বর(৪) সেই ১৯৪৫ সাল থেকে আজ অবধি আমেরিকা কিংবা ইস্রায়েল কেউ ই অন্য কোন দেশ কে বিনা স্বার্থে কোন সাহায্য করেনি আর এবার দেশদুটি সিরিয়ায় millitent দের কেন সাহায্য করতে চাচ্ছে?কয়লা ধুলে কি ময়লা যায়???কেন ওরা democracy democracy বলে চিৎকার করছে যখন তাদের আসল আরব বন্্ধু দের দেশে কোন ডেমোক্রেসি নেই???? এইসকল কথা আমাদের চিন্তায় আশা উচিৎ;প্রজ্ঞা ও ইন্দ্রীয় উভয়ের ব্যবহার করে media conspiracy মুকাবেলা করতে হবে।আবার অনেকে বলে ইস্রায়েল বিরধিতা আল আসাদ বংশে্র এক টি খোলশমাত্র;একথা নিতান্ত বাতুলতা।দুইআসাদকিইস্রায়েল বিরধিতার “খোলশ” পড়ে এক্ টু বেশী ই মাশুল দিয়ে ফেলে নি???কেইবা এত কঠিন খোলশ পড়তে চায়?!?!?!



বিষয়: আন্তর্জাতিক

১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File