বাবা.রাইয়ান-রাজ
লিখেছেন লিখেছেন ওমরী সাদাত ৩১ আগস্ট, ২০১৩, ০৫:৫৭:০৬ বিকাল
বাবা.রাইয়ান-রাজ..তোমার সাথে কখন দেখা হবে জানিনা...তোমর মায়ের কাছে শুনেছি আমি বাড়ি থেকে চলে আসার পর তুমি অনেকদিন শুধু এদিক ওদিক তাকাতে...কি যেন খুজতে....কিন্তু বলতে পারতে না...আমি জানি তুমি আমাকেই খুজতে...তোমার জন্য আমার মন সারাক্ষন চটপট করে...সে যে কি যন্ত্রনা আমার কিছুই ভাল লাগে না...ইচ্ছে করে তোমার কাছে উড়ে উড়ে চলে যায়...তুমি বাবার জন্য দোয়া করবে.. কেমন!!!
ইতি তোমার আব্বু
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন