প্রথম লিখলাম........মাইন্ড করবেন না

লিখেছেন লিখেছেন সাদা আকাশ ২২ জুন, ২০১৩, ০৩:৪৮:২৭ রাত

এটা আমার জীবনের প্রথম লেখা নয়। এই ব্লগে প্রথম লেখা। তবে ব্লগটা অনেক ভাল। ভাল হলে কি হবে এই লেখাটা তো আর প্রথম পেইেজে আসবেনা। আসলে ভাল লাগত। এর পূর্বে অন্যান্য ব্লগে লিখেছি। পেইজবুকে পেইজ চালাতে বেশী পছন্দ করি। তবে নিয়মিত ব্লগে লিখব এই উদ্দেশ্য নিয়ে আসলাম। কারন লেখালেখির হাতটা চালু থাকুক এটা মনের কথা। স্কুল জীবনে লেখালেখি করে পুরস্কার পেয়েছি কিন্তু কলেজ ও ভার্সিটি জীবন শেষ করলাম ৩টা পুরস্কার দিয়ে। তাই কলেজ ও ভার্সিটি জীবন লেখালেখি জীবনের ব্যার্থ সময় ধরে নিতে চাই। এবার নতুন করে শুরু করার পালা। ধৈর্য্য সহকারে যেন এগিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ। ব্লগাররা দীর্ঘজীবী হোক........

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File