আমি যদি কাজী হতাম!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৭ জুন, ২০১৬, ০৬:২৫:৩৮ সন্ধ্যা
আমি যদি কাজী হতাম
বিয়ে দিতাম জোড়ায় জোড়ায়
সাওয়ার হয়ে রিক্সা করে
বিয়ে দিতাম চড়েই ঘোড়ায়।
যাহার বিয়ের সাধ্য আছে;
সঙ্গীটা তার লুকিয়ে থাকা
মিলিয়ে দিতাম কবুল কয়ে
যেজন ছিল স্বপ্নে আঁকা।
সাধ্য যাহার স্বপ্ন দেখার
বাস্তবে তার কেউ পাশে নাই
আব্বাও নাই আম্মাও নাই
পাড়া পড়শি বন্ধু সবাই
সবাই তাহার পর হয়ে রয়
বিয়ের কথা কেউ নাহি কয়
ভালবাসে যে পাশে রয়
আমি হতাম নিজেই কাজী
বিয়েতরীর হতাম মাঝি
রাজি করে বিয়ে দিতাম
নিতাম না কো তার বিনিময়
আমি না হয় আমার মত
দিবস যত এই জীবনে
সুখের মালিক আল্লাহ মহান
সুখ মিলিত দিল কি মনে!
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিবাহবান্ধব মাহমুদ নাইস,
কামাতে চান না টু-পাইস।।
মন্তব্য করতে লগইন করুন