খা নিজে কাম করে খা!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০২ মে, ২০১৬, ১১:২৯:৫৬ সকাল



অধিকার পাইয়া

কারেন্ট গাছে মাইয়া

খা নিজে কাম করে খা!

মিটিং আর মিছিলে

নদী খাল কি বিলে

সমহারে লাশ পড়ে যা!

ক্ষেতে কাম করো নাই

গায়ে কাঁদা মাখো নাই

আগেই কি বেশী ভাল ছিল না?

নারী এসে ক্ষমতায়

কি এমন মমতায়

ইজ্জত কেন তবুও দিল না?

বিষয়: রাজনীতি

১৫৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367761
০২ মে ২০১৬ দুপুর ০১:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : গাছের উপরে উঠে কাজ করছে! ইজ্জত তো নিচের মানুষদের উপরেই আছে!
২৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
306958
মাহমুদ নাইস লিখেছেন : ইজ্জতের কথাই বলছি। আপনি ঠিক ধরেছেন।
367814
০২ মে ২০১৬ রাত ০৯:১৪
শেখের পোলা লিখেছেন : একেই বলে নারী স্বাধীনতা৷ কাম করবি খাবি বাচ্চাও পালবি।
২৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
306959
মাহমুদ নাইস লিখেছেন : এক্কেবারে ঠিক।
367838
০২ মে ২০১৬ রাত ১১:২৬
আবু জান্নাত লিখেছেন : সমঅধিকার কাজে লাগাচ্ছে।
২৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৫
306960
মাহমুদ নাইস লিখেছেন : আসলে তাই।
367841
০২ মে ২০১৬ রাত ১১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাও ভাল!! ঘুষ খোর মহিলা দেখার সেীভাগ্য(!) ও হয়েছে!
২৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৫
306961
মাহমুদ নাইস লিখেছেন : কাজ করে খাওয়া ভাল বটে।
368835
১২ মে ২০১৬ বিকাল ০৪:৪৯
হতভাগা লিখেছেন : মহাশূন্য থেকে সাগরতলে - সর্বত্রই আজ নারীরা দোর্দন্ড প্রতাপে বিচরণ করছে
২৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
306962
মাহমুদ নাইস লিখেছেন : আল্লাহ মালুম কোথায় গিয়ে পৃথিবী ঠেকবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File