সুখের খবর সুখের খবর! নয়া চোখে কে যায় রে?
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১২ এপ্রিল, ২০১৬, ০৯:১৫:৩৮ রাত
ডাবল বেতন ডাবল খাওয়া
গরম দেহে বেজায় রে;
সুখের খবর সুখের খবর!
নয়া চোখে কে যায় রে?
আমরা সবাই ডাবল পাবো
বেড়ানি কে থামায় রে!
আমার বাড়ি তুমি এসো
তুমি নিও আমায় রে!
ডাবল বেতন ডাবল খুশি;
রঙের ছোঁয়া জামায় রে!
উঠছি যখন উপর দিকে
কে আর আমায় নামায় রে!
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমনে খুশি হইরে
সুখের খবর দুখের দিনে
কার না ভাল লাগেরে,
সবার বেতন বাড়ত যদি
আসল সুখের হত রে৷
এই ভুবনে..
স্বগতম.।
কেউ যেন কোনদিন বলতে না পারে
তোমার ছাত্রের বিদ্যা নাই।
ও মাস্টার সাব, আমাগো বেতনতো বাড়ে নাই। আমাগো কী হবে?
নাম দস্তখত শিখবেন?
-বলেন ক খ গ ঘ ঙ
আজ এহ ৫টা পড়া। কাল না পারলে... হুঁম!
অনেক দিন পর আপনারে পাইলাম বস। কবিতা কিন্তু জব্বর হইছে।
মন্তব্য করতে লগইন করুন