দরদ আমার চুয়াই পড়ে মা-বাপ কোথা পাই???
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৮:৩৭ রাত
ভোটের জন্য দাঁড়াইছিলাম
ভোট বুঝেছি পেলাম না
ভোট ছাড়াই পাশ করিলাম
তৃপ্তি ঢেকুর খেলাম না।
এ্যাম্বুলেন্সটা জ্যামে রেখে
ছুটছি বেজায় পোঁ-পোঁতে
লাজ শরমের খ্যাতা ছিড়েই
শপথ নিলাম লাইভ শোতে।
আমি বেজায় গরীব দুঃখীর ভাই;
দরদ আমার চুয়াই পড়ে
মা-বাপ কোথা পাই???
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন