Rose Roseস্বাগতম বন্ধু বাঁজাও সানাই! Rose Rose

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৫:০৩ রাত

আমার বন্ধুরাই আমাকে ধরে

আমি যেন চাঁদা দিই বছরে বছরে!

জিজ্ঞাসী তাহাদেরে কি এমন কাম?

-একটু কষ্ট শেষে বহুত আরাম!

তারা নাকি সবে মিলে বানিয়েছে ঘর

দিতে হবে দিয়ে দাও বন্ধুরা কর!

টাকায় পূর্ণ হবে ঘরটি যেদিন

বিয়ার জন্যে পাব উত্তম ঋণ।

লাল টুকটুক শাড়ি পাগড়ি মাথার

সহজেই বড় হবে বিয়ার বাজার!

তুমি আছ জীবন আছে, বিয়ে কেন নাই?

স্বাগতম বন্ধু বাঁজাও সানাই!

যদি পার ঋণটুকু শুধরে দিও

অন্যথা বন্ধুদের দোয়া করিও!

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352591
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
শেখের পোলা লিখেছেন : দোয়াই রহিল ভাই
আইবুড়া তরে,
সহসা ঘটুক মিলন
নব বধু ও বরে৷
352597
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সুন্দর সুন্দর
352637
০৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৩৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মাহমুদ নাইস ভাই মিস করি অনেক
সোনার বাংলা ব্লগের সেই আপনাকে
ফেসবুকে দেখতাম তাও এখন বন্ধ !
দেশটাকে বিবেকবানরা হয়ে গেছেন অন্ধ,
চুপচাপ চারিদিক অন্ধকার দুপুর
মাঝে মাঝে মিডিয়াতে চিৎকারে কুকুর....।

( কবিতা অসাধারন হইছে) পিলাচ পিলাচ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File