কেন এত ব্লগের প্রতি টান?
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৭ নভেম্বর, ২০১৫, ০৬:০৮:৪৭ সন্ধ্যা
আগের মত ব্লগিং যেন আসে না;
মিঠা কথায় মুখ তো হাসে-
মন সেনানী হাসে না!
আগের মত প্রাণের ছোঁয়া নাই;
নতুন লেখার পরেই নোটিশ-
সাবধান হওয়া চাই!
সেই যে কত ব্লগর-ব্লগর করেছি;
ব্লগনীতিরা লাইনে দাঁড়ায়-
আমিই দূরে সরেছি! কেন এত ব্লগের প্রতি টান?
ঝেরে ফেলি শরমলতা-
দূর হ অভিমান!
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দূর হ অভিমান!
দূর হ অভিমান!
ঘুরে-ফিরে যেই লাউ সেই কদু,
ফুটন্ত কড়াই হতে নেমে আমরা এখন চুলায়
গণতন্ত্র মরেছে ধুলায়,
চলছে একলাতন্ত্র--
চলছে মানুষ মারা যন্ত্র!
প্রতিবাদ চলছে.
কেন এত ব্লগের প্রতি টান?
ঝেরে ফেলি শরমলতা-
দূর হ অভিমান!
সুন্দর বলেছেন।
লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন