পরিমল বাবাজী ওসব আর কর না!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৫ নভেম্বর, ২০১৫, ১০:৪৮:২১ রাত
পরিমল জয়ধর;
কি দারুণ ভাগ্য!
তার সেই আকামে
কেহই না রাইগ্যো!
ঐ পরিমলদের
নুনুর কি দাম রে
ওসব তো ছেলেমী;
না না বদনাম রে।
স্বাক্ষী বানিয়েও
ফাঁসি দেয়া যায় রে
পরিমলদের কভু
ফাঁসি না মানায় রে!
পরিমল বাবাজী
ওসব আর কর না
অপরাধ করেছ
খুব বড়সর না।
মোল্লারা মরে যাক
বেঁচে থাকো তোমরা
তাদের সে ধর্মে
চলিও না গোমড়া!
বিষয়: বিবিধ
৯৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন