আদরে দেয় বাবা ছেলের বিয়ে...

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৩:৩৫ রাত



আদরে দেয় বাবা ছেলের বিয়ে

সম্মানী মোহরানা গয়না দিয়ে।

আমার ছেলের বউ আমারই মেয়ে;

পড়ালেখা করাব ঘুমাবে খেয়ে।

বয়স বেশি না সেভেনে পড়ে

কাম কাজ কিছু না থাকবে ঘরে।

বুড়ি যেন না বলে বউ রে কেহ

এক্কেবারে কঁচি দারুণ দেহ!

বন্ধক রেখে জমি গাছ বেচিয়া

ধুমধাম করে দিল ছেলের বিয়া!

বাবা সদাই করে বাজার থেকে

বউকে খাওয়াতে বলে মাকে ডেকে।

তরকারি কেটে মা রান্না শেষে

খাও বউ মা এসে বলছে হেসে।

কাজ তুমি কর না কর না গো মা!

খাওয়া হলেই খেয়ে ইস্কুলে যাবা!

---------------------------------

ছেলের বিয়ার আজ বার বছরে

কাম কর বলে না বাবা মা ডরে।

নোনাস বেড়াতে এলে বউয়ের কি জ্বর!

হাসপাতালে নে! নইলে যে ডর।

নোনদ শাশড়ি দেখে দুচোখ জ্বলে

আলাদা খাইতে চায় তলে তলে।

উত্তেজনায় ক্ষণে শাশুড়ি বকে

মুরির ঝাঁকরা খেয়ে বউরে ঠকে।

ছেলের জ্বর হল মা ঢালে পানি

জ্বরে কাঁপা শরীরে কাঁথা দেয় টানি।

আজ দেখি সেই বাবা মা বিছানায়

দুজন বিলাপ করে ছেলের মায়ায়।

কি জানি আছে রে ছেলের কপাল!

শান্তি আসবে আজি আসবে কি কাল!

দুচোখ ভিজছে আজি মনটা ভারি

ছেলে বলে, কষ্টটা পাওনা তারই!

বিষয়: সাহিত্য

১৪১৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291820
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো। কবিতা পড়তে খুব ভালোবাসি। Rose Rose Rose
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
291570
মাহমুদ নাইস লিখেছেন : আমার ব্লগে স্বাগতম~:>
291829
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫১
ভিশু লিখেছেন : বউরা আসলে অতি সামান্য কিছু অকৃত্রিম অনুভূতি ও কাজ করেই অধিকাংশ শ্বশুর-শাশুড়ির মন জয় করতে পারেন, বজায় রাখতে পারেন সুসম্পর্ক। কিন্তু কি কারণে যে তাঁরা তা করেন না, পারেন না - তা আল্লাহই ভালো জানেন। শ্বশুর-শাশুড়িদেরও এক্ষেত্রে সহযোগী-সহমর্মী ভূমিকার ব্যাপার রয়েছে।
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
291571
মাহমুদ নাইস লিখেছেন : অনেক সুন্দর কথা বলেছেন ভিশু ভাই। শুভ কামনা ~:>
291832
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৩
হতভাগা লিখেছেন : দুধ কলা দিয়ে সাপ পুষলে যা হয়
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
291572
মাহমুদ নাইস লিখেছেন : খাটি কথা~:>
291833
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২২
নোমান২৯ লিখেছেন : নামের সাথে পোস্টও নাইস!ধন্যবাদ ভাইয়া|
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
291573
মাহমুদ নাইস লিখেছেন : আমার ব্লগে স্বাগতম~:>
291856
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৬
শেখের পোলা লিখেছেন : ছড়াতো হয়ে দারুন
ঘটনা হোকনা করুন৷
আদরের ছেলে বউয়ের কাছে,
বাবা শত্রু হলেইবা পাছে,
ওল্ড হোম রয়েছে দেশে,
ওখানেই যাব না হয় শেষে৷
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
291574
মাহমুদ নাইস লিখেছেন : আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দান করেন আর হেদায়েত দান করেন। আপনার জন্য শুভ কামনা~:>
২৪ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৬
291598
শেখের পোলা লিখেছেন : মাষ্টার সাব, আপনাকে বড় মিস করি৷
291863
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যিই কবিতা!!
এই ঘটনা এখন ঘরেঘরে....
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
291575
মাহমুদ নাইস লিখেছেন : আমার ব্লগে স্বাগতম। শুভ কামনা~:>
291893
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২১
আফরা লিখেছেন : আমাদের এক বৃদ্ধ আত্বীয়ের মুখে শুনেছিলাম ,সৎ মায়ের সাথে থাকা যায় , সতীন নিয়ে থাকা যায় , ভাইয়ের বউ এর সাথে ও থাকা যায় কিন্তু ছেলের বউ এমন শত্রু তার সাথে থাকা যায় না ।তার তিনটা ছেলের বউ কিন্তু কেউ তাকে দেখে না ।

কবিতায় বস্তবতা ফুটে উঠেছে ধন্যবাদ ভাইয়া ।
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
291576
মাহমুদ নাইস লিখেছেন : আল্লাহ আপনার কল্যাণ করুন। আমিন~:>
২৪ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৬
291601
আফরা লিখেছেন : ১ বছর পর কমেন্টের জবাব !!!!
291894
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৩
এবেলা ওবেলা লিখেছেন : সংসার ধর্মের আলোকে গদ্যময় কবিতা টি যেভাবে ফুটিয়ে তুললেন অসাধারণ-- ধন্যবাদ.।
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
291577
মাহমুদ নাইস লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা~:>
291914
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর কবিতা
১০
291958
০৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২১
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
291578
মাহমুদ নাইস লিখেছেন : আমার ব্লগে স্বাগতম~:>
১১
291961
০৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৫
মাহফুজ আহমেদ লিখেছেন : নাইস ভাই কবিতা খুবই নাইস হইছে!
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
291579
মাহমুদ নাইস লিখেছেন : আমার ব্লগে স্বাগতম~:>
১২
291992
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন লিখেছেন, শুভ কামনা রইলো
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
291580
মাহমুদ নাইস লিখেছেন : স্বাগতম আমার ব্লগে। শুভ কামনা আপনাকেও~:>

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File