আদরে দেয় বাবা ছেলের বিয়ে...
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৩:৩৫ রাত
আদরে দেয় বাবা ছেলের বিয়ে
সম্মানী মোহরানা গয়না দিয়ে।
আমার ছেলের বউ আমারই মেয়ে;
পড়ালেখা করাব ঘুমাবে খেয়ে।
বয়স বেশি না সেভেনে পড়ে
কাম কাজ কিছু না থাকবে ঘরে।
বুড়ি যেন না বলে বউ রে কেহ
এক্কেবারে কঁচি দারুণ দেহ!
বন্ধক রেখে জমি গাছ বেচিয়া
ধুমধাম করে দিল ছেলের বিয়া!
বাবা সদাই করে বাজার থেকে
বউকে খাওয়াতে বলে মাকে ডেকে।
তরকারি কেটে মা রান্না শেষে
খাও বউ মা এসে বলছে হেসে।
কাজ তুমি কর না কর না গো মা!
খাওয়া হলেই খেয়ে ইস্কুলে যাবা!
---------------------------------
ছেলের বিয়ার আজ বার বছরে
কাম কর বলে না বাবা মা ডরে।
নোনাস বেড়াতে এলে বউয়ের কি জ্বর!
হাসপাতালে নে! নইলে যে ডর।
নোনদ শাশড়ি দেখে দুচোখ জ্বলে
আলাদা খাইতে চায় তলে তলে।
উত্তেজনায় ক্ষণে শাশুড়ি বকে
মুরির ঝাঁকরা খেয়ে বউরে ঠকে।
ছেলের জ্বর হল মা ঢালে পানি
জ্বরে কাঁপা শরীরে কাঁথা দেয় টানি।
আজ দেখি সেই বাবা মা বিছানায়
দুজন বিলাপ করে ছেলের মায়ায়।
কি জানি আছে রে ছেলের কপাল!
শান্তি আসবে আজি আসবে কি কাল!
দুচোখ ভিজছে আজি মনটা ভারি
ছেলে বলে, কষ্টটা পাওনা তারই!
বিষয়: সাহিত্য
১৪৩৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘটনা হোকনা করুন৷
আদরের ছেলে বউয়ের কাছে,
বাবা শত্রু হলেইবা পাছে,
ওল্ড হোম রয়েছে দেশে,
ওখানেই যাব না হয় শেষে৷
এই ঘটনা এখন ঘরেঘরে....
কবিতায় বস্তবতা ফুটে উঠেছে ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন