শুকনা মরিচ না আনলে যে ভর্তা খাওয়া বন্ধ!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০১ ডিসেম্বর, ২০১৪, ১২:৫৬:৩৩ দুপুর

বাজার থেকে আধা কেজি কাঁচা মরিচ আনিও

নয়তো রাতে আলু ভর্তা মরিচ ছাড়া জানিও!

গুড়া হলুদ আধা কেজি প্রাণ হইলে ভাল হয়

আগের বারও আননি গো, একটা কথা কত কয়?

আড়াই কেজি পেয়াজ আনবা ইন্ডিয়ান না খবরদার

পেয়াজ নিয়া ঘরের মাঝে বাজাবাজির কি দরকার!

ধনিয়া পাতা দেখে আনবা ভাল কিংবা মন্দ

শুকনা মরিচ না আনলে যে ভর্তা খাওয়া বন্ধ!

লাল আলু এক কেজি লাল না পাইলে নরমটা

টকের মাঝে জলপাই আনবা নয়তো কিছু করমচা!

কাকরোল আর পটল আনবা দেখে দেখে ভালটা

আজকে দেখি নষ্ট এটা নষ্ট দেখি কাল ওটা।

দেশি মুরগী দুইটা আনবা পাকিস্তানি না হুঁম

ফার্মের হইলে রান্না কিন্তু তোমারে দিয়া করামু!

গরুর মাংস এক কেজি মহিশ কিন্তু আনবা না

মহিশ তুমি একলা খাইবা নইলে আমি রানব না!

লাল শাক পালং শাক ডিম আনবা এক ডজন

এমন একটা কিছু আনবা ভাল হবে আমার মন!

মোবাইলে আর টাকা নাই কাঁচা পেপেঁ আনিও

না আনলে খাওয়া বাদ সাথে হয়রানিও।

বাজার নিয়া রিক্সায় আসবা হেটে কিন্তু আসবা না

পরনারীর দেখা হলে একটুও যে হাসবা না!

বিষয়: বিবিধ

৯৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290198
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
ফখরুল লিখেছেন : নাইস হৈছে, নাইস ভাইয়া। Thumbs UpThumbs UpThumbs UpThumbs Up
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৫
234012
মাহমুদ নাইস লিখেছেন : ~:> অনেক ধন্যবাদ।
290202
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : চমৎকার লিখেছেন। সো নাইচ। Rose Rose
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৩
234010
মাহমুদ নাইস লিখেছেন : ~:> অনেক ধন্যবাদ।
290249
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
আফরা লিখেছেন : কবিতা অনেক সুন্দর হয়েছে ,দারুন মজা লাগছে । ধন্যবাদ ভাইয়া ।
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৩
234011
মাহমুদ নাইস লিখেছেন : Happy অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File