ভাত খেল দুপুরে তরকারি বলে না!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৬ অক্টোবর, ২০১৪, ০৮:০১:৩৯ রাত
ভাত খেল দুপুরে
তরকারি বলে না;
এই সব নিয়া নাকি
নাড়ানাড়ি চলে না।
শরমের খাওয়া যেন
সে কভু খায় না
ভাত তরকারি নিয়া
ভালবাসা যায় না।
এক সাথে খেলে মন
জানতে কি চাইত?
একা থাকা যদি মিতা
ভাল ভাল খাইত!
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন