মনে হয় না মায়ের কষ্ট আর শিক্ষকের দুঃখ মা আর শিক্ষক ছাড়া আর কেউ বুঝে‚ বুঝবে!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৪ আগস্ট, ২০১৪, ০৯:০৮:৪৬ রাত

মা যেমন সারা দিন খড়কুটো জোগাড় করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ৩ বেলা রান্না করে সেই খাবার টেবিলে সাজিয়ে গোছিয়ে নিজ দায়িত্বে আমাদের সবাইকে ডেকে ডেকে খাওয়ান‚ সেই মাকেই দেখি সবাইকে খাইয়ে নিজে আর পেট পুরে খেতে পান না। আমরা পেট ভর্তি করে আরামে ঘুম যাই এদিক ওদিক ঘুরে বেড়াই। মার খবর আর কজনই বা রাখি!

আমরা শিক্ষকগণ জাতির কারিগর বলে শিক্ষার্থীদের মানুষ করার দায়িত্বটাও মায়ের দায়িত্বের মতই পালন করে যাই। কিন্তু কেউ খেয়াল করে না শিক্ষক কি খেল আর কি পেল!

এভাবে দিন যায় মাস যায় বছর যায় অবস্থা এমনই থেকে যায়। মনে হয় না মায়ের কষ্ট আর শিক্ষকের দুঃখ মা আর শিক্ষক ছাড়া আর কেউ বুঝে‚ বুঝবে!

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257887
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:১৫
বুড়া মিয়া লিখেছেন : এ জন্যই তো বলে – কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে?

সাপের ঝাপি নিয়ে আমাদের দেশে অনেক দৌড়াদৌড়ি হয়ে গেলো ওঝাদের মধ্যে, কিন্তু কেউ বিষ নামালো না!
257888
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:১৫
মাটিরলাঠি লিখেছেন :
জ্বী ভাই। খুবই বাস্তব কথা।

257894
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৬
আবু জান্নাত লিখেছেন : ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চার বছর শিক্ষকতার অভিজ্ঞতা আছে, তাই নির্দিধায় বলতে পারি সত্যি বলেছেন। জিবীকার টানে প্রবাসে পাঁড়ি দিলেও ভালো ছাত্র/ছাত্রীদের জন্য এখনো মন কাঁদে, যেমনটি কাঁদে আমার মেয়ের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।
257896
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৩৯
আবু সাইফ লিখেছেন : আমি কিছুটা জানি/বুঝি অতি নিকটাত্মীয় পুরুষ/মহিলা শিক্ষক থাকার কারণে,

অন্যভাবে সতপথে বাড়তি আয়ের চেষ্টা করা যেতে পারে- যদিও খুব সহজ নয় জানি!

দোয়া করি.. জাযাকুমুল্লাহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File