মাঝে মাঝে নাকে ইলিশ খাই!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৭ আগস্ট, ২০১৪, ১০:০৪:১৩ রাত
ইলিশ খাব?
ভুলে গেছি আজ স্বাদ
রাজারা খাক;
শিক্ষকেরা বাদ।
দেশের ইলিশ
বিদেশ চলে যায়
মা খাওয়াত
কত যে হায়রে হায়!
ইলিশ ভাতে
টাব্বুশ থাকত পেট
এখন লাগে
মরিচ কেনায় ভেট।
দেশের ইলিশ
দেশেই থাকবে ঠিক
সবাই খাবে
দামটা কমায় দিক।
শিক্ষক আমি
চোখেও ইলিশ নাই
মাঝে মাঝে
নাকে ইলিশ খাই।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যা অবস্থা তাতে আর কয়দিন পর আমরা বলবো – যা খেলুম না, ইলিশের কান্সা দিয়ে ডাটা তরকারীর ঝোল দিয়ে পুরো এক-প্লেট সাবাড় করে দিলুম!
বড় গুলা তো দেশের মানুষের কেনার-ই সামর্থ্য নাই- তাই বিদেশীরা খায়, এখনতো জাটকা-ই ইলিশ!
খেতে মজা।
ধন্যবাদ।
ইলিশ কি আর আছে রে ভাই সব মানুষের ভাগ্যে!
মন্তব্য করতে লগইন করুন