ঐ গাঁয় হতে ফিরিছি যখন ছলছল চাহে জননী!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১১ মে, ২০১৪, ০৬:১৩:৪২ সন্ধ্যা
আমি শহরে পড়তাম। অনেক দিন পরপর বাড়ি আসতাম। আমাকে দেখে মা আনন্দে কেঁদে ফেলতেন। আবার যখন শহরে আসতাম, মা আমাকে ছাড়তে চাইতেন না। আমার পিছু পিছু অনেকটা পথ হেঁটে চলে আসতেন। এই অবস্থাটা আমার নিচের লাইনগোলোতে প্রকাশ পায়...
ঐ গাঁয় হতে ফিরিছি যখন
ছলছল চাহে জননী
স্বার্থ হেন তবে রে বুঝি
কাঁদিয়া ভরিছে ধরণী।
বিদায় লগনে মুখ পানে চাহি
কিছু কিছু আগে হাটি রে
হৃদয়ের টানে হাটিছে মা আমার
বহুদূর পথ মাটি রে!
দক্ষিণ হস্ত সামনে বাড়ায়ে
শাড়ী আঁচল ধরে আর হাত
ফিরিয়া যাবে কেমনে বাড়িতে
মায়া ছাড়ে না মন পাত।
আঁখিদ্বয় ভরি ঝরিছে আঝোরে
মালা গেঁথেছে যেন জল
কলিজার টুকরা এসেছি শহরে
ভেঙ্গেছে মার মা'র মনোবল।
নাইরে আর নাইরে কোথাও
ব্যাথা কভু দিস না তাঁরে
মুখে দিল খাবার জাগিয়া রাতি রে
জানিবি আর আপন কারে!
বিষয়: Contest_father
১৩৪১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছলছল চাহে জননী
স্বার্থ হেন তবে রে বুঝি
কাঁদিয়া ভরিছে ধরণী।
অপূর্ব সুন্দর লিখেন আপনি। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন