এই হালারা বাংলাদেশটাই চেটেচুটে খায়!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৮ নভেম্বর, ২০১৩, ০৪:৪৭:৫৫ বিকাল
এরশাদ একটা ফটকাবাজ
কখন কি যে কয়
ছোট-বড় সবাই জানে
কি তার পরিচয়!
কখন কাকে ভালবাসে
কখন মোলাকাত
ক্ষণে পতিতাদের সাথে
মিলায় নীতি হাত।
এই বেটা সেই বেটা
স্বৈরাচারী জোশ
কুরআন পুরে মানুষ মরে
তলে তলে খোঁশ।
ক্ষণে চাটে বুবুর তলে
ক্ষণে তেঁতুলায়
এই হালারা বাংলাদেশটাই
চেটেচুটে খায়!
জ্ঞানী গুণী সবাই বুঝে
কুকুর কি যে খায়
বিবেকই নাই, তবে তারে
মানুষ বলা যায়?
বিষয়: রাজনীতি
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন