মুসলিম বলে স্বপ্নটাও মুসলিম নিয়ে দেখি

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৬ নভেম্বর, ২০১৩, ০৮:৫৮:০৯ রাত

মুসলিম বলে স্বপ্নটাও

মুসলিম নিয়ে দেখি

মুসলিম সদা শান্তিপ্রিয়

করে যাই লেখালেখি।

মুসলিম আমি আকাশের বুকে

কালিমা উড়ে উড়ে

সদাই ভাবি বিজয় নিশান

না জানি কতটা দূরে!

মুসলিম বলে শুভকামনা

করি ভাল চাই সবে

মুসলিম নামে মুসলিম কামে

অপবাদ কেন রবে?

মুসলিম বলে আল্লাহর আইন

গড়তে মনটা জাগে

মরার সময় মরবে তুমি

মুসলিম হইয়ো আগে!

বিষয়: রাজনীতি

১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File