কি চমতকার আমার খেলা, তাই না?

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১৫ নভেম্বর, ২০১৩, ০৭:০৩:৫১ সন্ধ্যা

নির্বাচনের মাঠে আমি একাই বল নিয়ে খুব জোরেসোরে দৌড়াচ্ছি। গোল আমার দিতেই হবে। এক্কেবারে সাড়ে তিন শ গোল আমি একাই দিব। খেলার মাঠে গোল বার থাকবে, গোল দেওয়ার জন্য নৌকা মার্কা বল থাকবে। কিন্তু প্রতিপক্ষ বিরোধী দলীয় কোন খেলোয়াড় থাকবে না।

কি চমতকার আমার খেলা, তাই না?

পুরাই ডিজিটাল নির্বাচন খেলা! এমন নির্বাচন খেলা আপনাদের চৌদ্দগোষ্ঠীও মনে হয় জনমেও দেখে নাই বোধয়।

মজার ব্যপার হল, আমার অনিচ্ছা সত্বেও যদি কেউ আমার নৌকা মার্কার বল আমার পা থেকে কেড়ে নিয়ে উল্টা আমার গোলবারের দিকেই ছুড়ে মারতে চায় আমি ততক্ষনাত তাকে ফাউল করে মাঠ থেকে বিতাড়িত করে দিচ্ছি... এখন আমার পায়ে দারুণ শক্তি! জয় আমার হবেই! জয় বাংলা। পারলে কেউ নৌকার বল সামলা !!!

বিষয়: রাজনীতি

৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File