আমায় কেহ ভাবছো আমি তোমার দলের লোক?
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৫ অক্টোবর, ২০১৩, ০৮:২৪:২৯ রাত
আমায় কেহ ভাবছো আমি
তোমার দলের লোক?
-সকল কাজে একটা চাওয়া
আল্লাহ খুঁশি হোক।
আল্লাহ নামে গান গেয়ে যাই
তাঁর নামেই সুর
মানুষ গড়া সব মতবাদ
ঘৃণাই ভরা ধুর।
কুরআন হাদিস সঙ্গে আমার
দুইয়ের মাঝেই পথ
কুরআন দ্বারা বন্ধু চিনি
নেই মোর মতামত!
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন