মনে রাখিস তোদের পতনেই ইসলাম কায়েম হয়!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৪৮:২১ সন্ধ্যা
সত্য নেতার বন্ধু দেশের সুন্দর পরিবেশ
স্বার্থ পাগল নষ্ট ন্যাতার ধ্বংশায় সবি শেষ।
এই ক্ষমতা পাই না যদি আবার পুনরায়!
লুন্ঠন, হত্যায় কাড়িছি সব; কি বা আসে-যায়?
লাঞ্চিত বঞ্চিতরা করছে তোদের বহিষ্কার
কপট শাসন তিরষ্কৃত তবুও পাগলা নিজ বিচার।
-পুলিশ লাঠিয়ালের অত্যাচারে
যতই জাগাস ভয়
মনে রাখিস তোদের পতনেই
ইসলাম কায়েম হয়!
বিষয়: রাজনীতি
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন