শহীদ মুজাহিদের কথা!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০২ জুলাই, ২০১৩, ০৬:৪৬:৫০ সন্ধ্যা
মাগো, শহীদ হতে চাইলেই কি শহীদ হওয়া যায়? যায় না মা! শহীদ হতে হলে অনেক বড় ভাগ্য লাগে, সত্যিকার অর্থে আমার কি সেই ভাগ্য আছে মা? মাগো শহীদ হলে কর্মফলের কোন হিসাব দিতে হয় না, কোন শাস্তি হয় না কবরে, জাহান্নামে যেতে হয় না। শাহাদাত হলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। মানুষ চাইলেই কি শাহাদাত বরণ করতে পারে? পারে না মা, পারে না। এর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। দ্বীন ইসলামের জন্য জান, মাল ও সময় ব্যয় করতে হয়। নতুবা তোমার কোন কার্য সাধন হবে না মা। সকলের ঊর্ধ্বে, বাবা-মা ভাই বোন, দুনিয়াবি আরাম আয়েশের ওপর আল্লাহর কথার দাম দিতে হবে। তাই বলি আল্লাহ শুন তুমি, মুজাহিদ ছিল খুবই সুন্দর মনের একটা ছেলে।
-শহীদ মুজাহীদের মা কথাগুলো বলে কান্নায় ভেংগে পড়েন! আল্লাহ যেন মুজাহীদকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমীন! সবাই বলি আমীন!!!
বিষয়: রাজনীতি
১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন