সন্ধ্যার পর রাতের গভীরতা যখন চলছে; সকাল হবেই!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২৯ জুন, ২০১৩, ০৬:৪৩:০১ সন্ধ্যা



আমি বাংলাদেশকে নিয়ে বলছি। আমাদের দেশ এখন বহিঃশত্রুর কালো থাবা দ্বারা বেষ্টিত। বাংলার স্বাধীন আকাশে আজ লোভী দেশের চাহনিতে কালো মেঘ বিরাজ করছে। পুরো দেশটা হাজারো স্তরের আঁধারে ঢেকে আছে।

দূর্নীতির আঁধার।

ধোঁকাবাজীর আঁধার।

ছিন্তাইয়ের আঁধার।

দখলবাজীর আঁধার।

সন্ত্রাসের আঁধার।

মিথ্যাবাজীর আঁধার।

বাকশালীয় আঁধার।

মুর্খতার আঁধার।

কাপুরুষতার আঁধার।

অশ্লীলতার আঁধার।

বেহায়াপনার আঁধার।

অপবাদের আঁধার।

মারামারির আঁধার।

ভন্ডামীর আঁধার।

বামপন্থীদের আঁধার।

অশিক্ষা, কুশিক্ষার আঁধার।

জুলুমের আঁধার।

ছাত্রলীগের আঁধার।

আকাম-কুকামের আঁধার।

------------------

------------

----------

-----------------

এভাবে হিসাব ছাড়া অন্ধকারে দেশ আকন্ঠ ডুবে আছে।

আমরা দেখছি-এই বুঝি ইসলাম আন্দোলন শেষ! আর বুঝি ইসলামি আন্দোলন করার কেউ রইল না। মু'মিন ব্যক্তি কখনো হতাশ হবে না। কখনোই নিরাশ হবে না। আমার মনে করা উচিৎ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। এরপর নেয়ামত আসবে। হাতাশায়া নিরাশায় আমার মন ভেঙ্গে যাবে না। দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আর বুঝি রইল না। এই বুঝি শেষ হয়ে গেল! চতুদিক থেকে বন্য হায়েনারা বিদেশি অস্ত্র নিয়ে টাকা নিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করল। আমরা মনে করছি আর বাঁচার পথ নাই। ইসলামী আন্দোলন বুঝি শেষ! না। আমরা অন্ধকার দেখছে চতুর্দিক অন্ধকার মেঘাচ্ছন্ন। চতুর্দিক থেকে মেঘ জমে আসছে। মনে হচ্ছে যেন আর ফজর হবে না। কিন্তু একটু পরে দেখা যাবে এই মেঘের ঘনঘটা দূর হয়ে সকাল বেলা আকাশে আবার সূ্র্য উদিত হয়েছে। সুতরাং মু'মিন যারা তারা হতাশায় ভোগে না। মোটেও হতাশায় ভোগে না। তারা মনে করে, নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ। আল্লাহ বলেন, 'লা তাকনাতু মিররাহমাতিল্লাহ'। অর্থাৎ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইয়ো না। আমিও হতাশ হইনি। কিন্তু আমার কিছুই ভাল লাগে না। না পারি ঠিক মত খেতে। আর না পারি নিজেকে নিয়ে কিছু চিন্তা করতে।

বিষয়: রাজনীতি

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File