?? বাংলায় মোর স্ট্যাটাস থাকে ন !!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২১ জুন, ২০১৩, ১০:৪৮:২৯ সকাল
বাংলায় মোর স্ট্যাটাস থাকে না
-------------------------------
স্কুলে যাবে?
অ আ ক খ
মায়ের ভাষা এই
এই ভাষাতে মায়ের দরদ
ইংরেজিতে নোমার
যে জন ভাবে
বাংলায় মোর স্ট্যাটাস থাকে না
তারা আমার বাংলাকে না
দরদ দেশটায়ও মাখে না।
আসুন তবে বাংলাদেশ
বাংলা ভালবাসি
উদর দেশের হিন্দি ছেড়ে
বাংলায় ফিরে আসি!
বাংলা আমার যুদ্ধের তরবারি
বাংলা শিখায়ে ভিনদেশীদের
রেমিটেন্স বাড়াতে পারি!
আমি আবার বাংলা কথা বলি
বাংলায় হাটাহাটি
লেখালেখি পত্রিকা দেখাদেখিও করি
বাংলায়ই ফাঁটাফাঁটি!
বাংলায় বলো বাংলায় লিখো
আত্মতৃপ্তি নাও
বাংলাদেশ বাংলাও তোমার
তাই বাংলার গান গাও..
বিষয়: সাহিত্য
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন